নতুন বছরে জানুয়ারি মাসের শেষের দিকে রেকর্ড উচ্চতায় পৌঁছেছিল সোনা ও রুপার দাম। এর ফলে ফেব্রুয়ারি মাসের শুরুতে বিয়ের সিজনে মাথায় হাত পড়েছিল মধ্যবিত্তদের। মার্চ মাসের শুরুর দিকে সোনার দাম সামান্য কমলেও, আবার মহামূল্যবান হলুদ ধাতুর দামের ঊর্ধ্বমুখী গ্রাফ চোখে পড়ছে। ১০ তারিখ থেকে শুরু করে এই পরপর পাঁচ দিন দাম বেড়েছে সোনার। সপ্তাহের হিসেবে সোমবারের পর আজ মঙ্গলবার আবার দাম বেড়েছে সোনার। সোনার সাথে পাল্লা দিয়ে দাম বেড়েছে রুপোরও। আজ মঙ্গলবার সোনা ও রুপার লেটেস্ট রেট কত, জানতে এই প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন।
মঙ্গলবার ১ গ্রাম হলমার্ক সোনার দাম বেড়েছে ৭০ টাকা এবং ১০ গ্রামের দাম বেড়েছে ৭০০ টাকা। মঙ্গলবার ১০ গ্রাম ২২ ক্যারেট হলমার্ক সোনার নতুন দাম ৫৩,১৫০ টাকা। অন্যদিকে ১০ গ্রাম ২৪ ক্যারেট পাকা সোনার দাম বেড়েছে ৭৪০ টাকা। মঙ্গলবার দাম বেড়ে ২৪ ক্যারেট ১০ গ্রামের নতুন দাম হয়েছে ৫৭,৯৮০ টাকা। পাশাপাশি, কেজিতে ২,৫০০ টাকা দাম বেড়েছে রুপোর। মঙ্গলবার ১ কেজি রুপোর বাটের দাম যাচ্ছে ৬৮,৫০০ টাকা।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowপ্রসঙ্গত উল্লেখ্য, আপনি যদি ঘরে বসে সোনার দাম চেক করতে চান তাহলে একটি ফোন নাম্বারে মিসকল বা মেসেজ করলেই সমস্ত তথ্য জেনে নিতে পারবেন। ইন্ডিয়ান বুলিয়ন এন্ড জুয়েলার্স অ্যাসোসিয়েশনের মতে আপনি ৮৯৫৫৬৬৪৪৩৩ নম্বরে মিসকল করলে দাম চেক করতে পারবেন। এছাড়া ওই নম্বরে মেসেজ করলেও আপনাকে মেসেজে সমস্ত দাম জানিয়ে দেওয়া হবে।