আপনি কি আপনার ভোটার আইডির সাথে ফোন নাম্বার যোগ করেছেন? না করে থাকলে করে নিন এখুনি। ভারতের নির্বাচন কমিশন একটি দারুণ সুযোগ নিয়ে এসেছে ভারতীয় নাগরিকদের জন্য। এখন থেকে দেশের প্রাপ্ত বয়স্ক নাগরিকরা নিজের ভোটার কার্ড তৈরী করতে পারবেন এবং প্রয়োজনীয় সংশোধনও করে নিতে পারবেন নির্দিষ্ট অ্যাপের মাধ্যমে। এছাড়াও নির্দিষ্ট সাইটে গিয়েও করা যাবে কাজটি। এর জন্য আগে নিজের ভোটার আইডির সাথে মোবাইল নাম্বারের সংযুক্তিকরণ করাতে হবে।
পরিবারের একজনের মোবাইল নাম্বার যোগ করে সকলের ভোটার কার্ড ভেরিফিকেশন করা যাবে। তবে পরিবারের প্রত্যেক সদস্যের জন্য আলাদা আলাদা মোবাইল নাম্বার যোগ করতে চাইলেও করা যাবে তা। বাড়িতে বসেই নিজের মোবাইল থেকে করা যাবে এই কাজটি। এর জন্য প্রথমে প্লে স্টোর অ্যাপটি ডাউনলোড করতে হবে। এছাড়া ‘ন্যাশনাল ভোটার্স সার্ভিসেস পোর্টালে’ গিয়েও করা যাবে ভোটার আইডি ও মোবাইল নাম্বার সংযুক্তিকরণ।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowযা করা যাবে www.nvsp.in ওয়েবসাইটে। পোর্টালটি ডাউনলোড করার পর ‘লগ ইন’ অপশনে গিয়ে রেজিস্টার করতে হবে। নতুন ব্যবহারকারীদের জন্য প্রথমে ‘ডোন্ট হ্যাভ অ্যাকাউন্ট, রেজিস্টার অ্যাজ এ নিউ ইউজার’-এ ক্লিক করে নিজের অ্যাকাউন্ট তৈরী করতে হবে। এরপরই করা যাবে প্রয়োজন মতো পরিবর্তন।