Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

বিয়ের পর ভিকি কৌশলের ঘরে এলো সুখের উপহার, সম্ভব হয়েছে স্ত্রী ক্যাটরিনা কাইফের কারণে

২০২২'এর ৯'ই ডিসেম্বর নিজেদের বিয়ের একবছর পূরণ করলেন ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশল। শুরু থেকে বিয়ে পর্যন্ত নিজেদের সম্পর্ককে একেবারে গোপনীয়তার চাদরে মুড়ে রেখেছিলেন তারা। মিডিয়ার পাতায় তাদের নিয়ে কম…

Avatar

২০২২’এর ৯’ই ডিসেম্বর নিজেদের বিয়ের একবছর পূরণ করলেন ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশল। শুরু থেকে বিয়ে পর্যন্ত নিজেদের সম্পর্ককে একেবারে গোপনীয়তার চাদরে মুড়ে রেখেছিলেন তারা। মিডিয়ার পাতায় তাদের নিয়ে কম চর্চা হয়নি সেইসময়ে। তবে কখনোই নিজেদের সম্পর্ক নিয়ে প্রকাশ্যে কোন কথা বলেননি তারা। তবে বিয়ের পর প্রায়ই সোশ্যাল মিডিয়ার পাতায় একে অপরের প্রতি নিজেদের ভালবাসা জাহির করে থাকেন এই দুই তারকা। অবশ্য তার একাধিক ঝলক রয়েছে সোশ্যাল মিডিয়ার পাতাতেই। তবে সম্প্রতি শোনা গিয়েছে, আবারো বিয়ের সানাই বাজতে চলেছে কৌশল পরিবারে।

জানা গেছে, ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফের বিয়ের পর থেকেই অভিনেতার ভাই সানি কৌশলের সাথে অভিনেত্রীর বোন ইসাবেল কাইফের ঘনিষ্ঠতা বাড়তে থাকে। প্রায়ই একসাথে সময় কাটান তারা। আর জানা যাচ্ছে অভিনেত্রী নিজেও চান তার বোনই কৌশল পরিবারের ছোট পুত্রবধূ হয়ে আসুক। তাকে ব্যক্তিগতভাবে পছন্দ করেন সানিও। সেকথা অবশ্য আলাদাভাবে বলার নয়। কৌশল পরিবারের সাথে ইসাবেল প্রায়ই সময় কাটান, যার একাধিক ঝলক রয়েছে সোশ্যাল মিডিয়ার পাতাতেই।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

বিয়ের পর ভিকি কৌশলের ঘরে এলো সুখের উপহার, সম্ভব হয়েছে স্ত্রী ক্যাটরিনা কাইফের কারণে

সম্প্রতি নেটমাধ্যমে কৌশল পরিবারের বেশ কিছু ব্যক্তিগত মুহূর্তের ঝলক ভাইরাল হয়েছে, যেখানে সকলের সাথে দেখা মিলেছে ইসাবেলেরও। আপাতত, সেই ঝলক ভাইরাল হওয়ার পর থেকেই মিডিয়ার পাতায় একাংশের মাঝে চর্চিত গোটা কৌশল পরিবারের পাশাপাশি সানি ও ইসাবেল। মনে করা হচ্ছে, খুব শীঘ্রই এই চার হাত এক হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে এই প্রসঙ্গে এখনো পর্যন্ত কোনোরকম মন্তব্য করতে শোনা যায়নি কৌশল পরিবারের কাউকেই। গোটা ব্যাপারটাই নেটজনতার একাংশের অনুমানের উপর নির্ভরশীল। তবে ইসাবেল যদি সত্যিই কৌশল পরিবারের ছোট পুত্রবধূ হিসেবে আসেন তাহলে, সাধারনের পাশাপাশি খুশি হবেন কৌশল পরিবারের সদস্যরাও, এমনটাই মত একাংশের।

About Author