Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

শ্বাসকষ্টজনিত সমস্যা রয়েছে? ফুসফুস ক্যান্সার এর লক্ষণ এটি, বিস্তারিত জানুন

ভারত বার্তা ডিজিটাল ডেস্ক, প্রিয়া দাস : জগিং করার সময় বা জোরে হাঁটাহাঁটি করার সময় আপনার কি শ্বাসকষ্ট হয় ? সাবধান! এটা হতে পারে ফুসফুস ক্যান্সার। ছোটখাটো কোনো কাজ করে…

Avatar

ভারত বার্তা ডিজিটাল ডেস্ক, প্রিয়া দাস : জগিং করার সময় বা জোরে হাঁটাহাঁটি করার সময় আপনার কি শ্বাসকষ্ট হয় ? সাবধান! এটা হতে পারে ফুসফুস ক্যান্সার। ছোটখাটো কোনো কাজ করে যদি আপনার দম বন্ধ হয়ে আসতে থাকে বা শ্বাসকষ্ট হয় তাহলে আপনি বুঝবেন আপনার ফুসফুস স্বাস্থ্যবান না।

ফুসফুস ক্যান্সার একটি খুবই মারাত্মক ক্যান্সার। প্রথমেই যদি এই ক্যান্সার বোঝা না যায় তবে এর থেকে মৃত্যু হতে পারে। তবে জেনে নেওয়া যাক এর কিছু লক্ষণ সম্পর্কে–

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

১) বুকে ব্যাথা: নানা রোগের কারণেই বুকে ব্যাথা হয়। তবে নিশ্বাস নেওয়ার সময় যদি প্রচন্ড বুকে ব্যাথা অনুভূত হয় বা হাঁচি-কাশির সময় যদি বুকে ব্যাথা হয় তবে তা ফুসফুস-ক্যান্সারের লক্ষণ।

২) মরিচা রঙের কফ: কফের সঙ্গে যদি রক্ত বের হয় তবে তা এই ক্যান্সারের লক্ষণ।

৩) গলার স্বরের পরিবর্তন: ফুসফুস ক্যান্সারে আক্রান্ত হলে গলার স্বর পরিবর্তিত হয়ে যায়। স্বাভাবিকভাবে কথা বললেও যদি গলার স্বর ফ্যাঁসফ্যাঁসে শোনায় তাহলে তা ফুসফুস-ক্যান্সারের লক্ষণ।

৪) স্নায়ুতন্ত্রের সমস্যা: ফুসফুস ক্যান্সারের প্রভাব মস্তিষ্কেও পরে। বসে থেকে ওঠার সময় যদি সমস্যা দেখা দেয় বা কাঁধের কার্যক্ষমতা যদি কমে যায় তাহলে তা ফুসফুস-ক্যান্সারের লক্ষণ।

৫) ক্রমাগত কাশি: কাশি হলে অনেকেই এটা নিয়ে চিন্তা করেন না। কিন্তু দুই মাসের বেশি যদি এই কাশি থেকে যায় তবে তা ফুসফুস-ক্যান্সারের লক্ষণ হতে পারে।

৬) অনবরত অবসাদ বা ক্লান্তি: দীর্ঘ সময় ধরে যদি ক্লান্তি অনুভূত হয় বা অবসাদ এর মধ্যে দিয়ে সময় কাটে তবে তা ফুসফুস ক্যান্সার বা অন্য কোনো ক্যান্সারের লক্ষণ হতে পারে।

৭) চোখের পাতার দুর্বলতা: চোখের পাতার স্নায়ুগুলোর সাথে ফুসফুসের স্নায়ুগুলি যুক্ত থাকে। ফলে ফুসফুসের উপরে ক্যান্সার ছড়িয়ে পড়লে চোখের পাতা দুর্বল হয়ে পড়ে।

About Author