কেন্দ্রের মোদী সরকার এখনও ২০২৩ সালের জানুয়ারিতে ডিএ বৃদ্ধির ঘোষণা করেনি। তবে এই মাসে মহার্ঘভাতা ৪ শতাংশ বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে বলে সূত্রের খবর। বর্তমানে, কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা ৩৮ শতাংশ হারে মহার্ঘ ভাতা পান, শীঘ্রই তা ৪২ শতাংশে উন্নীত হবে বলে আশা করা হচ্ছে। এতে ৬৫ লক্ষ কেন্দ্রীয় কর্মচারী এবং ৪৮ লক্ষ পেনশনভোগী উপকৃত হবেন। এর পরে, ১ জুলাই, ২০২৩-এ আবার কেন্দ্রীয় কর্মীদের ডিএ বাড়বে।
AICPI সূচকের ভিত্তিতে বাড়বে DA
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowএই বৃদ্ধি শ্রম মন্ত্রক কর্তৃক জারি করা AICPI সূচকের তথ্যের ভিত্তিতে করা হয়েছে। ডিসেম্বরে দরপতনের পর আবারও বেড়েছে জানুয়ারির AICPI ইনডেক্স। এই পরিসংখ্যান দেখে মনে করা হচ্ছে, আগামী জুলাই মাসে ডিএ ৪ শতাংশ বৃদ্ধি পাবে। আসলে, জানুয়ারি থেকে জুন পর্যন্ত AICPI সূচকের পরিসংখ্যানের ভিত্তিতে, জুলাই মাসে ডিএ বৃদ্ধি পায়। আর জুলাইয়ের ডিএ বৃদ্ধির কথা মূলত সেপ্টেম্বরেই ঘোষণা করে সরকার।
AICPI ১৩২.৮ পয়েন্টে পৌঁছেছে
২০২২ সালের ডিসেম্বরের পরিসংখ্যান অনুযায়ী AICPI ছিল ১৩২.৩ পয়েন্ট। গত দিনে প্রকাশিত ২০২৩ সালের জানুয়ারির পরিসংখ্যান ১৩২.৮ পয়েন্টে পৌঁছেছে। আগামী সময়ে এআইসিপিআই ইনডেক্স এর উপরে যেতে পারে বলে মনে করছেন অর্থনীতিবিদরা। এই পরিস্থিতিতে, আশা করা হচ্ছে ১ জুলাই থেকে প্রযোজ্য ডিএ বৃদ্ধি ৪ শতাংশ হবে। জানুয়ারির পরে আসা AICPI সূচক ডেটার ভিত্তিতে জুলাইয়ের ডিএ ঘোষণা করবে সরকার।
কে তথ্য প্রকাশ করে?
আপনাদের জানিয়ে রাখি, প্রতি বছর AICPI সূচকের ভিত্তিতে নির্ধারণ করা হয়েছে যে মহার্ঘ ভাতা কত বাড়বে। প্রতি মাসের শেষ কার্যদিবসে, অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইনডেক্স (AICPI) এর পরিসংখ্যান শ্রম মন্ত্রক প্রকাশ করে। এই সূচকটি সারা ভারতের জন্য কাজ করে। সারা ভারতের সমস্ত জিনিসের দামের উপরেই এই AICPI ইনডেক্স নির্ভর করে।