Tata Nexon এই মুহূর্তে দেশের সবথেকে বেশি বিক্রি হওয়া এসইউভি গাড়ি। এই গাড়ির দাম শুরু হয় ৭.৮ লাখ টাকা থেকে। অন্যদিকে এই গাড়ির অন রোড প্রাইস ৮.৭৫ লাখ টাকা। অর্থাৎ আপনি যদি একটি Tata Nexon গাড়ির বেস ভারিয়ান্ট কেনেন, তাহলে আপনাকে সর্বমোট ৮.৭৫ লক্ষ টাকা দিতে হবে। এটা স্বাভাবিক যে, কোন মানুষের কাছেই এই মুহূর্তে এত টাকা থাকেনা। তাই সবাই গাড়ি কেনার জন্য ঋণ গ্রহণ করেন। চলুন জেনে নেওয়া যাক কিভাবে আপনি খুবই সস্তায় কিনে নিতে পারবেন টাটা নেক্সন।
এই গাড়ির বেশ ভ্যারিয়েন্টের এক্স শোরুম এর দাম ৭.৮ লক্ষ টাকা। সাধারণত, গাড়ির লোন মূলত এক্স শোরুম দামের উপরেই পাওয়া যায়। এই গাড়ির ক্ষেত্রে এক্স শোরুম মূল্যের ৮০ শতাংশ পর্যন্ত ঋণ আপনি সহজেই পেতে পারবেন। আর যদি আপনার প্রোফাইল খুব ভালো থাকে তাহলে আপনি কোন কোন ব্যাংকের থেকে ১০০ শতাংশ পর্যন্ত ঋণ পেতে পারেন। তবে আপাতত ধরে নেওয়া যাক আপনি ৮০ শতাংশ পর্যন্ত ঋণ নিতে পেরেছেন। অর্থাৎ ৬.২৪ লক্ষ টাকা আপনি ঋণ গ্রহণ করতে পেরেছেন। তাহলে এবার আপনাকে বাকি টাকা ডিলারশিপে দিতে হবে যা আপনাকে ডাউন পেমেন্ট হিসেবে দিতে হবে। সেক্ষেত্রে এই পরিমাণ প্রায় ২.৫১ লক্ষ টাকা।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowযদি আপনি অ্যাক্সিস ব্যাংকের কার লোন ক্যালকুলেটর অনুসারে ৮% সুদের হারে সাত বছরের জন্য ৬.২৪ লক্ষ টাকার ঋণ গ্রহণ করেন তাহলে ইএমআই হবে আপনার ৯,৭২৬ টাকা। এক্ষেত্রে গ্রাহককে মোট ১,৯২,৯৬৭ টাকা সুদ দিতে হবে। আর ব্যাংকের পরিমাণ হবে ৮,১৬,৯৬৭ টাকা।