উল্লেখ্য, অভিনেত্রী ৪৬ বছর বয়সেও বোল্ডনেসের দিক দিয়ে টেক্কা দিতে পারেন বলিউডের তাবড়-তাবড় অভিনেত্রীদের। সম্প্রতি সেকথাই আবারো প্রমাণ করে দিলেন অভিনেত্রী। অভিনেত্রীর সাম্প্রতিক বোল্ড ফটোশুটের ছবি শেয়ার হতেই চর্চিত তিনি। এদিন কালো মনোকিনিতেই দেখা দিয়েছেন তিনি। খোলা চুলে নুড মেকাপেই ছিলেন তিনি। তার চোখে-মুখে ছিল আবেদনের ছাপ স্পষ্ট। জনপ্রিয় ফটোগ্রাফার ডাব্বু রত্নানীর ক্যামেরাতেই সম্প্রতি ধরা দিয়েছিলেন অভিনেত্রী। তিনিও নেহাত অপরিচিত নন বর্তমান প্রজন্মের কাছে। আপাতত, তার শেয়ার করে নেওয়া ছবিতেই অভিনেত্রীর এই বোল্ড ঝলক মিলেছে।
কালো বিকিনিতে হট ফটোশুট করলেন Ameesha Patel, অভিনেত্রীর কিলার স্টাইলে হুঁশ উড়ল ভক্তদের (PHOTO)
আমিশা পাটেল বলিউডের অন্যতম জনপ্রিয়, প্রথম সারির হিট অভিনেত্রী। ২০০০ সালে তেলেগু ছবি 'বদ্রি' দিয়েই নিজের অভিনয় জীবনের পথচলা শুরু করেছিলেন তিনি। ঐ বছরেই হৃত্বিক রোশনের বিপরীতে 'কাহো না পেয়ার…

আরও পড়ুন