Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

এবার মহাকালের দরবারে পৌঁছলেন বিরাট কোহলি, সঙ্গে ছিলেন পত্নী অনুষ্কা শর্মা

ভারতীয় ক্রিকেটের মেরুদন্ড বিরাট কোহলির ফ্যান লাখ লাখ ভারতীয়। দেশের গণ্ডি পেরিয়ে বিদেশের মাটিতে অনেকেই বিরাট কোহলির কভার ড্রাইভের ফ্যান। তাঁর খেলার ধরণ এবং শক্তিশালী লড়াইয়ের জন্য তিনি সর্বদা খবরের…

Avatar

ভারতীয় ক্রিকেটের মেরুদন্ড বিরাট কোহলির ফ্যান লাখ লাখ ভারতীয়। দেশের গণ্ডি পেরিয়ে বিদেশের মাটিতে অনেকেই বিরাট কোহলির কভার ড্রাইভের ফ্যান। তাঁর খেলার ধরণ এবং শক্তিশালী লড়াইয়ের জন্য তিনি সর্বদা খবরের শিরোনামে থাকেন। ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি ক্যারিয়ারের পাশাপাশি নিজের ব্যক্তিগত জীবন নিয়েও মাঝে মাঝে লাইমলাইটে আসেন। স্ত্রী অনুষ্কার সাথে বর্তমান সময়ে বেশ কিছু ধর্মস্থানে ভ্রমণ করছেন বিরাট কোহলি। সম্প্রতি আবারও আধ্যাত্মিকতার আশ্রয় নিতে বিরাট কোহলি ও তার স্ত্রী অনুষ্কা শর্মা পৌঁছে গেলেন উজ্জয়িনের মহাকালেশ্বর মন্দিরে।

জানা গিয়েছে, উজ্জয়িনের মহাকালেশ্বর মন্দিরে পুজো দিয়েছেন এই তারকা জুটি। দুজনেই খুব ঐতিহ্যবাহী পোশাক পরে মহাকালের দরবারে উপস্থিত হয়েছিলেন। অনুষ্কা শর্মার পরনে ছিল শাড়ি এবং অন্যদিকে বিরাট কোহলি ধুতি পরে মন্দিরে উপস্থিত হয়েছিলেন। ইন্টারনেটের সম্পতি তাদের এই ভিডিও ব্যাপক ভাইরাল হচ্ছে। ভিডিওতে দেখা গিয়েছে যে বিরাট ও অনুষ্কা মহাকালের দ্বারে অন্য ভক্তদের সঙ্গে মহা ভক্তিভরে বসে আছেন।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

আসলে বেশ কয়েকদিন ধরেই দেখা যাচ্ছে বিরাট কোহলি ও তার স্ত্রী প্রতিনিয়ত মন্দির ও আশ্রম পরিদর্শন করছেন। শ্রীলংকার বিরুদ্ধে ওডিআই সিরিজের আগে তারা বৃন্দাবন গিয়েছিলেন এবং তারপর তারা নৈনিতালের একটি মন্দিরে গিয়েছিলেন। এছাড়া কিছুদিন আগে তারকা জুটি প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদীর গুরুর মন্দিরে গিয়েছিলেন। সম্প্রতি কোহলি টেস্ট ম্যাচ খেলতে ইন্দোরে পৌঁছেছিলেন। এই ম্যাচে ভারতকে ৯ উইকেটে হারিয়েছে অস্ট্রেলিয়া । এই জয়ের মাধ্যমে অস্ট্রেলিয়া দল বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ এর ফাইনালে উঠেছে। এই টেস্ট সিরিজে বিরাটের ব্যাট এখন পর্যন্ত বিশেষ কোনো কৃতিত্ব দেখাতে পারেনি। সেই জন্যই কি আবার মহাকালের দরবারে পৌঁছলেন বিরাট? সেটাই এখন বড় প্রশ্ন।

About Author
news-solid আরও পড়ুন