Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

Viral : করিনা কাপুরের গানে নাচ করে নেটিজেনদের চমকে দিলেন ৫২ বছরের ইয়ং দাদি, ভাইরাল ভিডিও

শখ একটা বড় জিনিস এবং আপনি যদি নিজের শখ পূরণের জন্য দৃঢ়প্রতিজ্ঞ হন তাহলে কোন শক্তিই আপনাকে আটকাতে পারবেনা। সোশ্যাল মিডিয়া বর্তমানে এমন উৎসাহী লোকেদের দ্বারা পূর্ণ যারা তাদের শখ…

Avatar

শখ একটা বড় জিনিস এবং আপনি যদি নিজের শখ পূরণের জন্য দৃঢ়প্রতিজ্ঞ হন তাহলে কোন শক্তিই আপনাকে আটকাতে পারবেনা। সোশ্যাল মিডিয়া বর্তমানে এমন উৎসাহী লোকেদের দ্বারা পূর্ণ যারা তাদের শখ এবং তাদের ইচ্ছা যেকোনো পরিস্থিতিতে পূরণ করতে চান। তারা নিজেদের ইচ্ছামতো নিজেদের জীবন যাপন করতে চান এবং তার জন্য সব সময় নিজেদেরকে ফিট রাখেন। এই ফিটনেস এর জন্য যেকোনো ধরনের কসরত করতে তারা রাজি। সোশ্যাল মিডিয়াতে এরকম বহু মানুষের উপস্থিতি আপনি দেখতে পাবেন। এমন অনেক মানুষ আপনি দেখতে পাবেন যারা বৃদ্ধ বয়সেও যুবক যুবতীদের টেক্কা দিতে পারেন ফিটনেস এর দিক থেকে। এরকমই একজন মহিলার ভিডিও আজ সোশ্যাল মিডিয়াতে জনপ্রিয়তা পেতে শুরু করেছে। এই ভিডিও দেখে তাজ্জব বনে গিয়েছেন অনেকে। অনেকে আবার মহিলার প্রশংসায় পঞ্চমুখ।

Instagram প্ল্যাটফর্মে neerusaini নামের এক মহিলার ভিডিও বর্তমানে নেটিজেনদের আকর্ষিত করতে শুরু করেছে। এই ভিডিওতে ৫২ বছরের ওই মহিলা কারিনা কাপুরের জনপ্রিয় গান ছম্মক ছল্লোর উপরে নাচ করেছেন। ৫২ বছর বয়স হলেও এখনো তার যা এনার্জি, তাতে তিনি যে কোন কম বয়সি যুবতীকে টেক্কা দিতে পারেন। ভিডিওতে মহিলার স্ফূর্তি এবং আত্মবিশ্বাস দেখে তাজ্জব বনে গিয়েছেন নেটিজেনদের একাংশ। অনেকেই কমেন্ট করেছেন, বয়স কেবল একটি সংখ্যামাত্র। এই ভিডিওটি ১.৪৩ লক্ষ লাইকস পেয়েছে ইনস্টাগ্রাম প্ল্যাটফর্মে।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

কারিনা কাপুরের এই জনপ্রিয় গানের শাড়ি পড়ে কোমর দুলিয়েছেন ওই মহিলা। ৫২ বছর বয়সেও লাল শাড়ি পরে তিনি যেভাবে নাচ করছেন তাতে বহু যুবতী ও তাকে দেখে অনুপ্রাণিত হচ্ছেন। তার নাচের স্টেপ দেখে করিনা কাপুরের নাচকেও ফিকে মনে হবে। ওনার প্রত্যেকটি ডান্স স্টেপ একেবারে করিনা কাপুরের নাচের ফটোকপি বলা চলে। তবে এই প্রথম নয় এর আগেও বহু ভিডিও তিনি করেছেন। কখনো তিনি যোগা করছেন, আবার কখনো বাইক চালাচ্ছেন। আবার কখনো তাকে দেখা গিয়েছে পাহাড়ে চড়তে এবং সমুদ্রে স্কুবা ডাইভিং করতেও। ৫০ বছরের বেশি বয়সে যেখানে অধিকাংশ ভারতীয় শুধুমাত্র নিজের অবসরের অপেক্ষা করেন, সেখানে তিনি নতুন করে নিজের জীবন শুরু করেছেন। তাই এই মহিলা অনেকের কাছেই ইয়ং দাদি।

About Author