আগামী 31 শে মার্চ থেকে শুরু হবে আইপিএলের মেগা আসর। আসরের প্রথম ম্যাচেই মাঠে নামতে হবে মহেন্দ্র সিং ধোনিদের। তাই আগেভাগে অনুশীলন শুরু করার উদ্দেশ্যে দলের সঙ্গে যোগ দিয়েছেন ভারতের সবচেয়ে সফল অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। যদি আইপিএলে মহেন্দ্র সিং ধোনির ক্যারিয়ার সম্পর্কে বলি, তবে 234টি আইপিএল ম্যাচে 4,978 রান করেছেন ধোনি। তাছাড়া তার নেতৃত্বে আইপিএলের ইতিহাসে সর্বাধিকবার ফাইনাল খেলার পাশাপাশি চারবার শিরোপা জিতেছে চেন্নাই সুপার কিংস।আপনাদের জানিয়ে রাখি, আইপিএল 2022 শেষে ক্রিকেট ছেড়ে সম্পূর্ণ সাংসারিক জীবনে প্রবেশ করেছিলেন মহেন্দ্র সিং ধোনি। পরিবারের সাথে সময় কাটানোর পাশাপাশি ট্রাক্টর নিয়ে মাঠে চাষ করতেও দেখা গিয়েছিল তাকে। এমন পরিস্থিতিতে আগে থেকেই অনুশীলন শুরু করে নিজেকে গুছিয়ে নিতে চেন্নাইয়ে পৌঁছেছেন তিনি। তবে ক্রিকেট বিশেষজ্ঞরা মনে করছেন, আসন্ন আইপিএলের মেগা আসর হতে পারে মহেন্দ্র সিং ধোনির ক্যারিয়ারের শেষ আসর।Oh Captain, our Captain! 💛#DencomingDay @msdhoni pic.twitter.com/OgyC7TeSLY
— Chennai Super Kings (@ChennaiIPL) March 2, 2023
IPL 2023: IPL শুরু হওয়ার পূর্বে চেন্নাইয়ে পৌঁছালেন মহেন্দ্র সিং ধোনি, পেলেন রাজার মতো সম্বর্ধনা
চেন্নাইয়ের প্রাণ তথা চেন্নাই সুপার কিংসের দলপতি মহেন্দ্র সিং ধোনি আইপিএল 2023 উপলক্ষে ইতিমধ্যে চেন্নাই শহরে পৌঁছেছেন। চেন্নাই সুপার কিংসের অফিসিয়াল ওয়েবসাইট থেকে সম্প্রতি একটি ভিডিও শেয়ার করা হয়েছে। যেখানে…

আরও পড়ুন