Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

ফুলশয্যার ছবি ভাইরাল স্বরা ভাস্করের, অসংখ্য ফুলেই সজ্জিত ছিল গোটা ঘর (Viral PIC)

একেবারে ছিমছামভাবেই বিয়ে সেরেছেন বলিউডের স্বরা ভাস্কর। কয়েকদিন আগেই একেবারে ঘরোয়াভাবে ঘনিষ্ঠমহলের উপস্থিতিতে নিজের মনের মানুষের সাথে আইনি বিয়ে সেরেছেন তিনি। সাজের ক্ষেত্রেও বজায় রেখেছিলেন একেবারে সাধারণতার ছাপ। বলাই বাহুল্য,…

Avatar

একেবারে ছিমছামভাবেই বিয়ে সেরেছেন বলিউডের স্বরা ভাস্কর। কয়েকদিন আগেই একেবারে ঘরোয়াভাবে ঘনিষ্ঠমহলের উপস্থিতিতে নিজের মনের মানুষের সাথে আইনি বিয়ে সেরেছেন তিনি। সাজের ক্ষেত্রেও বজায় রেখেছিলেন একেবারে সাধারণতার ছাপ। বলাই বাহুল্য, অভিনেত্রীর বিয়ের খবর প্রকাশ্যে আসার পর থেকেই অভিনেত্রীর লুক ভীষণভাবে নজর কেড়েছে সকলের। পাশাপাশি তার বিয়ের খবরও শোরগোল ফেলেছে গোটা নেটদুনিয়ায়।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

গত ৬’ই জানুয়ারি ২০২৩’এ পলিটিক্যাল অ্যাকটিভিস্ট ফাহাদ আহমেদের সাথে আইনি বিয়ে সারেন অভিনেত্রী। তিনিও সমাজবাদী পার্টির সাথে যুক্ত রয়েছেন। কয়েকদিন আগেই নিজের সোশ্যাল মিডিয়ার পাতায় নিজেদের বিয়ের কথা জানানোর উদ্দেশ্যে একটি ভিডিও শেয়ার করে নিয়েছিলেন স্বরা ভাস্কর, যা মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়ে গিয়েছিল নেটিজেনদের কাছে। চর্চাও চলছিল প্রচুর। পাশাপাশি ভাইরাল হয়েছিল তাদের ছিমছাম বিয়ের ঝলকও। তাদের শুভ কামনায় ভরিয়ে দিয়েছিলেন তারকা থেকে সাধারণ সকলেই, অবশ্য সেকথা আর আলাদাভাবে বলার অপেক্ষা রাখে না।

ফুলশয্যার ছবি ভাইরাল স্বরা ভাস্করের, অসংখ্য ফুলেই সজ্জিত ছিল গোটা ঘর (Viral PIC)

তবে এই মুহূর্তে তাদের ফুলশয্যার ঘরের ছবি ভাইরাল নেটদুনিয়ায়। গোলাপ থেকে রজনীগন্ধা প্রায় সবই ছিল সেই তালিকায়। অসংখ্য ফুলের সম্ভারে সাজিয়ে দেওয়া হয়েছিল তাদের ফুলশয্যার ঘর ও খাট। এই মুহূর্তে সেই ঝলক প্রকাশ্যে আসতেই আবারো একাংশের মাঝে চর্চায় উঠে এসেছেন অভিনেত্রী। জানা গেছে, অভিনেত্রীর ফুলশয্যার ঘরের সাজসজ্জার সমস্ত কৃতিত্বই তার মায়ের। যার জন্য তাকে ধন্যবাদ জানাতেও ভোলেননি স্বরা ভাস্কর। অবশ্য তার স্পষ্ট ঝলক মিলেছিল তার সোশ্যাল মিডিয়ার পাতাতেই।

ফুলশয্যার ছবি ভাইরাল স্বরা ভাস্করের, অসংখ্য ফুলেই সজ্জিত ছিল গোটা ঘর (Viral PIC)

About Author