Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

Aabha Paul: লাল বিকিনিতে ফ্রাইডে মুডে আভা পাল, বাথরুম থেকে ছবি শেয়ার অভিনেত্রীর

বর্তমানে আজকের প্রজন্ম বড়পর্দার থেকে বেশি পছন্দ করেন ওয়েব প্ল্যাটফর্মকে। বেশিরভাগ মানুষই এখন ঝুঁকছেন ঐ দিকেই। ওয়েব প্ল্যাটফর্মে বড়পর্দার থেকে বাধা নিষেধ অনেকটাই কম। এক্ষেত্রে এমন অনেক দৃশ্যই দেখানো সম্ভব…

Avatar

বর্তমানে আজকের প্রজন্ম বড়পর্দার থেকে বেশি পছন্দ করেন ওয়েব প্ল্যাটফর্মকে। বেশিরভাগ মানুষই এখন ঝুঁকছেন ঐ দিকেই। ওয়েব প্ল্যাটফর্মে বড়পর্দার থেকে বাধা নিষেধ অনেকটাই কম। এক্ষেত্রে এমন অনেক দৃশ্যই দেখানো সম্ভব হয়, যা হয়তো বড়পর্দায় সবসময় দেখাতে পারেন না পরিচালকরা। সেই সূত্র ধরেই খুব স্বাভাবিকভাবে ওয়েব প্লাটফর্ম ও তার সমস্ত অনুষ্ঠান ও সিরিজ দিনে দিনে পছন্দের হয়ে উঠছে সাধারণ দর্শকদের। এমনকি সেইসমস্ত অনুষ্ঠানের তারকারাও বেশ ভালোই পরিচিতি অর্জন করে নিচ্ছেন দর্শকদের মাঝে। অবশ্য সেকথা আলাদাভাবে উল্লেখ করার প্রয়োজন নেই।

ওয়েব প্লাটফর্মে প্রায়ই একাধিক ওয়েব সিরিজের একাধিক দৃশ্যে কিছু কিছু ক্ষেত্রে প্রয়োজনের থেকে একটু বেশি বোল্ড দৃশ্যে অভিনয় করতে হয় অভিনেত্রীদের। সেইসমস্ত দৃশ্য রীতিমতো তাড়িয়ে তাড়িয়ে উপভোগও করেন দর্শকমহলের একাংশ। সেইসমস্ত সিরিজের একাধিক সাহসী দৃশ্যে অভিনয় করে এমন অনেকেই রয়েছেন যারা দর্শকদের মাঝে সাহসী অভিনেত্রী হিসেবে নিজেদের একটা আলাদা পরিচিতি গড়ে তুলেছেন। আর তাদের মধ্যে আভা পাল অন্যতম। সম্প্রতি আবারো নিজের বোল্ড অবতারের সূত্র ধরেই চর্চার আলোয় অভিনেত্রী।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

আপাতত ফ্রাইডে মুডে আভা পাল। নিজের সাম্প্রতিক বোল্ড ফটোশুটের ঝলকই এই মুহূর্তে নিজের সোশ্যাল মিডিয়ার পাতায় শেয়ার করে নিয়েছেন তিনি। ভিডিওতে তাকে দেখা গিয়েছে লালা বিকিনিতে। বাথরুম লুকেই এদিন ছিলেন তিনি। বাথটবের গোলাপ জলেই শুয়ে থাকতে দেখা গিয়েছে অভিনেত্রীকে। এই বেশে অভিনেত্রী এই মুহূর্তে রীতিমতো উষ্ণতা ছড়িয়েছেন গোটা সোশ্যাল মিডিয়ার পাতায়। তার চোখে মুখে আবেদনের ছাপ ছিল স্পষ্ট, যা খুব স্বাভাবিকভাবেই তাপমাত্রা বাড়িয়েছে ভক্তদের মনের। আপাতত অভিনেত্রীর এই সাম্প্রতিক বোল্ড লুক রীতিমতো নজর টেনেছে একাংশের। রাতের ঘুমও উড়িয়েছে নেটজনতার অধিকাংশের।

About Author