Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

Jasprit Bumrah: খুশির খবর ভারতীয় শিবিরে, বল করা শুরু করলেন জসপ্রিত বুমরাহ! রইল ভিডিও

বর্তমানে ভারতীয় দল অস্ট্রেলিয়া বিপক্ষে চার ম্যাচের টেস্ট সিরিজ খেলতে ব্যস্ত রয়েছে। এই সিরিজের প্রথম দুটি ম্যাচে হেসে খেলে জয়লাভ করেছে টিম ইন্ডিয়া। সিরিজের প্রথম ম্যাচে এক ইনিং সহ ১৩২…

Avatar

বর্তমানে ভারতীয় দল অস্ট্রেলিয়া বিপক্ষে চার ম্যাচের টেস্ট সিরিজ খেলতে ব্যস্ত রয়েছে। এই সিরিজের প্রথম দুটি ম্যাচে হেসে খেলে জয়লাভ করেছে টিম ইন্ডিয়া। সিরিজের প্রথম ম্যাচে এক ইনিং সহ ১৩২ রান এবং দ্বিতীয় ম্যাচে ৬ উইকেটে অস্ট্রেলিয়াকে পরাজিত করেছে রোহিত শর্মার নেতৃত্বাধীন দলটি।

আগামী ১লা মার্চ অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের তৃতীয় ম্যাচ খেলতে মাঠে নামবে টিম ইন্ডিয়া। সেই ম্যাচে জাতীয় দলে ভারতীয় তারকা বোলার জসপ্রিত বুমরাহর প্রত্যাবর্তন করার কথা থাকলেও পুরোপুরি ফিট হতে না পারায় তাকে ছাড়াই অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামবে টিম ইন্ডিয়া। তবে খুশির খবর হলো এই, জাতীয় দলে প্রত্যাবর্তনের জন্য ঘাম ঝরাতে ব্যস্ত হয়ে পড়েছেন জসপ্রিত বুমরাহ।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একটি ভিডিওতে ভারতীয় ক্রিকেটার জসপ্রিত বুমরাহকে বোলিং করতে দেখা গেছে। উল্লেখ্য, চোটের কারণে বর্তমানে জসপ্রিত বুমরাহ জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে রিহ্যাবে রয়েছেন। আর সেখানেই বল হাতে অনুশীলন করতে দেখা গেছে তাকে। যা স্বাভাবিক ভাবেই খুশির খবর ভারতীয় সমর্থকদের জন্য। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যাচ্ছে, বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে বল করছেন ভারতীয় দলের অন্যতম সেরা বোলার বুমরাহ। মনে করা হচ্ছে, খুব শীঘ্রই জাতীয় দলে ফিরবেন বুমরাহ।

আপনাদের জানিয়ে রাখি, গত জুলাই মাসে ইংল্যান্ডের বিরুদ্ধে লর্ডসে একদিনের ম্যাচ খেলার সময় পিঠে চোট পান বুমরাহ। এরপর তাঁর পিঠে জটিল অস্ত্রোপচার করা হয়েছিল। পুরোপুরি ফিট না হওয়ার জন্য এশিয়া কাপ পর্যন্ত খেলতে পারেননি ভারতীয় এই ক্রিকেটার। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে কামব্যাক করার চেষ্টা করেও বিফল হয়েছিলেন জসপ্রিত বুমরাহ। সেই সিরিজে একটি মাত্র ম্যাচ খেলে আবার চোট পেয়ে দল থেকে ছিটকে যান তিনি। এরপর দীর্ঘ কয়েক মাস ধরে ব্যাঙ্গালোরে নিজেকে পুরোপুরি ফিট করতে ঘাম ঝরাচ্ছেন ভারতীয় এই ক্রিকেটার।

About Author