সম্প্রতি নীল শাড়িতে সকলের মন কেড়েছেন অবনীত। খোলা চুলে নীল সুতির শাড়িতে ও হলুদ ব্লাউজে ছিলেন এদিন। হালকা গোলাপি লিপস্টিকে মানানসই সাজে ছিলেন অভিনেত্রী। কার্লি হেয়ারে এদিন ছোট কালো টিপও পরেছিলেন তিনি। খুব সম্ভবত নিজের অ্যাপার্টমেন্টেই সাম্প্রতিক এই বোল্ড বং ফটোশুটটি করেছেন তিনি। সেকথা অবশ্য তার শেয়ার করে নেওয়া ছবিগুলিতে নজর রাখলেই স্পষ্ট হবে। তার এই শাড়ি লুক হৃদয়হরন করেছে নেটনাগরিকদের একাংশের। তাপমাত্রা বাড়িয়েছে ভক্তদের মনেরও। ছকভাঙা শাড়ি লুকে এদিন রীতিমতো সকলের নজর কেড়েছেন অবনীত।
Avneet Kaur: নীল সুতির শাড়িতে ভক্তদের হৃদয়হরন করলেন অভিনেত্রী অবনীত কৌর
অবনীত কৌর হিন্দি টেলিভিশন জগৎ'এর একটি পরিচিত মুখ। মাত্র ২১ বছর বয়সেই অভিনেত্রী হিসেবে সাফল্য অর্জন করেছেন তিনি। অনেক ছোট বয়সেই অভিনয় জগতের সাথে পরিচয় ঘটেছে তার। ২০১০ সালে প্রথম…

আরও পড়ুন