Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

Kapil Sharma’s Wife Upset: কপিল শর্মার কথায় হাসেন তারকা থেকে সাধারণ, তার কথার জাদু মান ভাঙাতে পারছে না স্ত্রী গিনির

কপিল শর্মা বলিউডের কমেডি কিং। তার কথায় অনবরত হাসতে থাকেন তারকা থেকে সাধারণ সকলেই। তার শোতে আসেননি এমন তারকা খুঁজে পাওয়া মুশকিল। তারা প্রত্যেকেই একজন কৌতুক শিল্পী হিসেবে ভীষণভাবে সম্মান…

Avatar

কপিল শর্মা বলিউডের কমেডি কিং। তার কথায় অনবরত হাসতে থাকেন তারকা থেকে সাধারণ সকলেই। তার শোতে আসেননি এমন তারকা খুঁজে পাওয়া মুশকিল। তারা প্রত্যেকেই একজন কৌতুক শিল্পী হিসেবে ভীষণভাবে সম্মান করেন কপিলের। তবে এবার নিজের কথার জন্যই তার উপর মান করেছেন তার স্ত্রী গিনি ছত্রাত। এবার তার কথার জাদু খাটছে না স্ত্রীয়ের উপর।

টেলিভিশনের অন্যতম জনপ্রিয় একটি কমেডি রিয়্যালিটি শো ‘দ্যা কপিল শর্মা শো’। ২০১৬ সাল থেকে এখনো পর্যন্ত এই শো দর্শকমহলে বেজায় জনপ্রিয়। প্রিয় তারকাদের কাছেও। পর্দার সামনে এই শো চলাকালীন অনর্গল কথা বলে যেতে হয় কপিল শর্মাকে। আর সেই কারণবশতই খুব স্বাভাবিকভাবে শো শেষে বাড়ি ফিরে তিনি বিশেষ কারোর সাথে কথা বলা পছন্দ করেন না। চুপচাপ থাকতেই ভালোবাসেন। আর সেই কারণেই এবার তার উপর বেজায় রেগে গেলেন তার স্ত্রী। এবার সেই প্রসঙ্গ নিয়েই মিডিয়ার পাতায় চর্চায় বলিউডের কমেডি কিং।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

‘দ্যা কপিল শর্মা শো’এর একটি এপিসোডে উপস্থিত ছিলেন তিন জনপ্রিয় ও পরিচিত সংবাদ উপস্থাপক। শ্বেতা সিং, অঞ্জনা ওম কাশ্যপ, চিত্রা ত্রিপাঠি। পর্দায় তারা সবসময় লোকের দিকে প্রশ্ন ছুঁড়ে দেন। এবার তাদের সামনে পেয়ে প্রশ্ন করার সুযোগ ছাড়লেন না কপিলও। আর সেই এপিসোডেই সংবাদ উপস্থাপক অঞ্জনা ওম কাশ্যপকে একটি প্রশ্ন করেছিলেন কপিল শর্মা। তিনি তাকে জিজ্ঞাসা করেছিলেন, নিউজ স্টুডিও থেকে বেরোনোর পর তার আর কথা বলতে ইচ্ছা করে কিনা? এই প্রশ্নের উত্তরে তিনি সরাসরি জানিয়েছিলেন, স্টুডিও থেকে বেরোনোর পর তিনি কারোর সাথে আর কথা বলেন না। একেবারে নিজের মতো থাকেন। এই কথা শোনা মাত্রই কপিল বলে ওঠেন, এই কথাটি তার স্ত্রীকে একবার বুঝিয়ে দিতে। কারণ তার স্ত্রী এই বিষয়টি নিয়েই বারবার অভিযোগ জানান।

কপিলের কথায়, তিনি নিজের স্ত্রীর সাথে কথা বলতে চান। তবে শো শেষে বাড়ি ফিরে তিনি একটু নিজের মতোই সময় কাটিয়ে শান্ত থাকতে চান। আর এই কথাটাই তিনি নিজের স্ত্রীকে বোঝাতে পারেন না। এদিন কথায় কথায় সংবাদ উপস্থাপক অঞ্জনা ক্যামেরার দিকে তাকিয়ে তার স্ত্রীকে তার উপর বেশি রাগ করতে বারণ করেন। পাশাপাশি তিনি এও জানান, বলি ডিভা দীপিকা পাডুকোনও অভিযোগ জানান এনার্জি বম্ব রণবীর সিংকে নিয়ে। তার কথায়, ক্যামেরার সামনে সকলে রণবীর সিংকে ঠিক যেমন দেখেন, বাড়িতে অর্থাৎ ক্যামেরার আড়ালে অভিনেতা একেবারেই অন্যরকম। বাড়িতে প্রায়সই শান্ত থাকেন অভিনেতা। বেশিরভাগ সময়টাই কাটান ঘুমিয়ে। আর সেই নিয়েই অভিযোগ দীপিকার।

উল্লেখ্য, খুব শীঘ্রই ‘জিগাতো’তে (Zwigato) দেখা মিলবে কপিল শর্মার। এই গল্পটি একজন প্রাক্তন ফ্লোর ম্যানেজারের। যিনি প্যান্ডামিকে নিজের চাকরি হারিয়েছেন। সম্ভবত চলতি বছরের ১৭’ই মার্চ মুক্তি পেতে চলেছে ছবিটি।

About Author