Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

PNB FD Interest Hiked: ফিক্সড ডিপোজিটে ইন্টারেস্ট বাড়াল PNB, কত বেশি টাকা পাবেন? রইলো হিসাব

পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে যাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট রয়েছে এবার তাদের জন্য রয়েছে সুখবর। ব্যাংক কর্তৃপক্ষের নতুন একটি সিদ্ধান্ত অবশ্যই আপনার মুখে হাসি ফোটাতে পারে। যদি আপনার পিএনবিতে ব্যাংক অ্যাকাউন্ট থাকে, তাহলে…

Avatar

পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে যাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট রয়েছে এবার তাদের জন্য রয়েছে সুখবর। ব্যাংক কর্তৃপক্ষের নতুন একটি সিদ্ধান্ত অবশ্যই আপনার মুখে হাসি ফোটাতে পারে। যদি আপনার পিএনবিতে ব্যাংক অ্যাকাউন্ট থাকে, তাহলে নতুন বছরের শুরুটা আপনার বেশ ভালই হবে। আসলে কয়েকটি মেয়াদের ফিক্সড ডিপোজিটে সুদের হার বাড়িয়েছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক। ২ কোটি টাকার নিচে ফিক্সড ডিপোজিট এর ক্ষেত্রে এই সুদের হার প্রযোজ্য হবে। এই প্রসঙ্গে পিএনবির পক্ষ থেকে জানানো হয়েছে যে সোমবার ২০ ফেব্রুয়ারি থেকে এই নয়া সুদের হার কার্যকরী করা হবে।আপনাদের জানিয়ে রাখি পাঁচ বেসিস পয়েন্ট থেকে ৩০ বেসিস পয়েন্টের মধ্যে ফিক্সড ডিপোজিটে সুদের হার বাড়িয়েছে এই রাষ্ট্রায়ত্ত ব্যাংক। তাদের পক্ষে জানানো হয়েছে যে ২৭১ দিন থেকে এক বছরের কম মেয়াদের ফিক্সড ডিপোজিট এর ক্ষেত্রে সুদের হার ৩০ বেসিস পয়েন্ট বাড়িয়ে ৫.৮ শতাংশ করা হবে। এছাড়া এক বছর থেকে ৬৬৫ দিনের মেয়াদের ফিক্সড ডিপোজিট থাকলে সুদের হার বাড়ানো হবে ৫ বেসিস পয়েন্ট। এতে এফডিতে ৩.৫-৭.২৫ শতাংশ হারে সুদ পাবেন গ্রাহকরা।অন্যদিকে প্রবীন নাগরিকদের ক্ষেত্রে সাত দিনের মেয়াদ থেকে ১০ বছরের মেয়াদের ফিক্সড ডিপোজিটে ৪-৭.৭৫ শতাংশ হারে সুদ-প্রদান করা হবে। এছাড়া প্রতি প্রবীন নাগরিকদের ক্ষেত্রে অর্থাৎ যাদের বয়স আশি বছরের ঊর্ধ্বে তাদের বিভিন্ন মেয়াদের ফিক্সড ডিপোজিটে ৪.৩ শতাংশ থেকে ৮.০৫ শতাংশ হারে সুদ প্রদান করা হবে।
About Author