Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

IND Vs AUS: ব্যাটিং দেখে ক্ষিপ্ত হয়ে উঠলেন গৌতম গম্ভীর, হাস্যকর শর্ট-এর জন্য ব্যাটসম্যানদের করলেন তুলোধোনা

গতকাল অস্ট্রেলিয়া বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্ট ম্যাচে ৬ উইকেটে জয় পেয়েছে টিম ইন্ডিয়া। দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে ম্যাচের তৃতীয় দিনেই জয় নিশ্চিত করেছে স্বাগতিকরা। তবে এই ম্যাচে অস্ট্রেলিয়ান ব্যাটসম্যানদের ব্যর্থ ইনিংসের জন্য কঠোর সমালোচনা করেছেন ভারতের প্রাক্তন ওপেনার গৌতম গম্ভীর। এদিন ম্যাচের দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করতে নেমে অস্ট্রেলিয়া মাত্র ১১৩ রানে অলআউট হয়ে যায়। পৃথিবীর অন্যতম শক্তিশালী দলের এমন ব্যর্থতায় রীতিমতো ক্ষেভ উগড়ে দিয়েছেন গৌতম গম্ভীর।

এদিন ম্যাচ শেষে খেলা পর্যালোচনা করতে গিয়ে গৌতম গম্ভীর বলেন, “ব্যাটিং করার জন্য দিল্লির পিচ মোটেও শক্ত ছিল না। তবে খারাপ শর্ট খেলে দুর্ভোগে পড়েছে অস্ট্রেলিয়া। আমি আজ পর্যন্ত অস্ট্রেলিয়ান ব্যাটসম্যানদের এমন বাজে সিদ্ধান্ত নিতে দেখিনি। যেখানে একের পর এক ব্যাটসম্যান শুধুমাত্র সুইপ শর্ট খেলতে গিয়ে নিজের উইকেট হারাচ্ছেন।”

অস্ট্রেলিয়ার বিপক্ষে বর্ডার-গাভাস্কার সিরিজে টানা ২ ম্যাচ জয়ের পর ২০২৩ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের দিকে আরও এক ধাপ এগিয়ে গেছে টিম ইন্ডিয়া। ঘরের মাটিতে অস্ট্রেলিয়াকে হোয়াইটওয়াশ করলে সরাসরি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছাবে স্বাগতিকরা। এদিকে দ্বিতীয় টেস্ট শেষ হতে না হতেই সিরিজের তৃতীয় এবং চতুর্থ টেস্টের জন্য শক্তিশালী অপরিবর্তিত স্কোয়াড ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড।

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তৃতীয় ও চতুর্থ টেস্টের জন্য ভারতীয় দল: রোহিত শর্মা (অধিনায়ক), কে এল রাহুল, শুভমান গিল, চেতেশ্বর পূজারা, বিরাট কোহলি, কেএস ভরত (উইকেটরক্ষক), ঈশান কিশাণ (উইকেটরক্ষক), রবিচন্দ্রন অশ্বিন, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, রবীন্দ্র জাদেজা, মোহম্মদ সামি, মোহম্মদ সিরাজ, শ্রেয়াস আইয়ার, সূর্যকুমার যাদব, উমেশ যাদব এবং জয়দেব উনাদকাট।