Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

IND Vs AUS: নেতৃত্ব হারালেন কে এল রাহুল, ঘোষিত হল বাকি ২ টেস্টের জন্য শক্তিশালী স্কোয়াড

অস্ট্রেলিয়ার বিপক্ষে দিল্লি টেস্টে এক রকম গর্বের সাথে জয় ছিনিয়ে নিয়েছে টিম ইন্ডিয়া। পরপর দুটি টেস্টে অস্ট্রেলিয়াকে নাস্তানাবুদ করে বর্তমানে ভারতীয় দল চলমানরত বর্ডার-গাভাস্কার সিরিজে ২-০ তে এগিয়ে রয়েছে। গতকাল…

Avatar

অস্ট্রেলিয়ার বিপক্ষে দিল্লি টেস্টে এক রকম গর্বের সাথে জয় ছিনিয়ে নিয়েছে টিম ইন্ডিয়া। পরপর দুটি টেস্টে অস্ট্রেলিয়াকে নাস্তানাবুদ করে বর্তমানে ভারতীয় দল চলমানরত বর্ডার-গাভাস্কার সিরিজে ২-০ তে এগিয়ে রয়েছে। গতকাল দিল্লী টেস্টে অস্ট্রেলিয়াকে ৬ উইকেটে পরাজিত করেছে রোহিত শর্মারা। আর এর ফলে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছানোর রাস্তা আরও সহজ হয়ে গেল বিরাট কোহলিদের জন্য।

তবে ধারাবাহিকভাবে খারাপ পারফরম্যান্স করে টিম ইন্ডিয়ার বোঝা হয়ে উঠেছেন ওপেনিং ব্যাটসম্যান তথা ভারতীয় দলের সহ অধিনায়ক কে এল রাহুল। পরপর দুটি টেস্টে ব্যর্থ হওয়ার পর ইতিমধ্যে ভারতীয় দলে তার গুরুত্ব নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছেন ক্রিকেট বিশেষজ্ঞরা। যদিও খারাপ পারফরমেন্সের শাস্তি সিরিজ শেষ হওয়ার আগেই পেতে চলেছেন কে এল রাহুল।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় টেস্ট ম্যাচ শেষ হতে না হতেই বাকি দুটি টেস্ট ম্যাচের জন্য শক্তিশালী স্কোয়াড ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। সেই দলে রোহিত শর্মার নামের পাশে অধিনায়ক কথাটি লেখা থাকলেও কে এল রাহুলের পাশে সহ অধিনায়ক লেখাটি রাখেনি বিসিসিআই। এ থেকে সহজে ধারণা করা হচ্ছে, সিরিজের বাকি দুটি ম্যাচে রোহিত শর্মার ডেপুটি হিসেবে দায়িত্ব পালন করবেন অন্য কোন ক্রিকেটার। এদিকে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাকি থাকা দুটি ম্যাচের জন্য অপরিবর্তিত স্কোয়াড ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড।

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তৃতীয় ও চতুর্থ টেস্টের জন্য ভারতীয় দল: রোহিত শর্মা (অধিনায়ক), কে এল রাহুল, শুভমান গিল, চেতেশ্বর পূজারা, বিরাট কোহলি, কেএস ভরত (উইকেটরক্ষক), ঈশান কিশাণ (উইকেটরক্ষক), রবিচন্দ্রন অশ্বিন, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, রবীন্দ্র জাদেজা, মোহম্মদ সামি, মোহম্মদ সিরাজ, শ্রেয়াস আইয়ার, সূর্যকুমার যাদব, উমেশ যাদব এবং জয়দেব উনাদকাট।

About Author