সাম্প্রতিক ভাইরাল হওয়া ছবিতে মোনালিসা দেখা দিয়েছেন রাত পোশাকেই। এদিন কালো রঙের রাত পোশাকে লাস্যময়ী ছিলেন অভিনেত্রী। এই পোশাকে অভিনেত্রীর উরু ছিল উন্মুক্ত। এদিন খোলা চুলে, হালকা মেকাপ নিয়েছিলেন তিনি। বিছানার উপর বসেই দিয়েছিলেন পোজ। হালকা রোদে মাখা মিঠে সকালে এই পোশাকেই সুপ্রভাত জানিয়েছেন সকলকে। সম্প্রতি নিজের এই ঝলক নিজেই নিজের সোশ্যাল মিডিয়ার পাতায় শেয়ার করে নিয়েছেন অভিনেত্রী, যা এই মুহূর্তে তার অনুরাগীমহলের একাংশকে মুগ্ধ করেছে। তাপমাত্রা বাড়িয়েছে সোশ্যাল মিডিয়ারও। সেকথা অবশ্য ভাইরাল হওয়া ছবির কমেন্টবক্সে নজর রাখলেই স্পষ্ট হবে।
Monalisa Bedroom Look: বেডরুমের লুক শেয়ার করলেন ভোজপুরি অভিনেত্রী মোনালিসা, বিছানায় নির্ভীক হয়ে উঠলেন
অভিনয় জগতের একটি পরিচিত নাম মোনালিসা। একাধিক ভোজপুরি ছবিতে অভিনয় করেছেন তিনি। ভোজপুরি ফিল্ম ইন্ডাস্ট্রির অন্যতম নাম তিনি। বাংলা ইন্ডাস্ট্রিতে কেরিয়ারের শুরুতেই বেশ কয়েকটি কাজ করেছিলেন এই অভিনেত্রী। হাল আমলের…

আরও পড়ুন