Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

কন্যাসন্তান জন্মালেই ৫০ হাজার টাকা, বিধবাদের মাসিক ২ হাজার টাকা, মেয়েদের মন পেতে মরিয়া BJP

গোটা দেশে বিজেপির একমাত্র লক্ষ্যমাত্রা হলো যে প্রত্যেকটি রাজ্যে যাতে ডবল ইঞ্জিন সরকার দৌড়ায়। আর সেই উদ্দেশ্য সফল করতেই মেঘালয়ের ভোটে বিরোধীদের বিরুদ্ধে লড়াই করতে এগিয়ে এসেছেন বিজেপির প্রথম সারির…

Avatar

গোটা দেশে বিজেপির একমাত্র লক্ষ্যমাত্রা হলো যে প্রত্যেকটি রাজ্যে যাতে ডবল ইঞ্জিন সরকার দৌড়ায়। আর সেই উদ্দেশ্য সফল করতেই মেঘালয়ের ভোটে বিরোধীদের বিরুদ্ধে লড়াই করতে এগিয়ে এসেছেন বিজেপির প্রথম সারির কর্মকর্তারা। মেঘালয়ের মহিলা ভোটারদের দলে টানতে বিশেষ প্ল্যান এনেছে গেরুয়া শিবির। তাই মেঘালয় বিজেপির ইস্তেহারে দেখা মিলেছে মহিলাদের জন্য ভুরি ভুরি আশ্বাস। তৃণমূলের ইশতেহারের পাল্টা বিজেপির ‘স্পেশাল স্কিম’। কি রয়েছে তাতে? জানতে এই প্রতিবেদনটি অবশ্যই সম্পূর্ণ পড়ুন।

মেঘালয় রাজ্যে মহিলাদের হাত করতে এবার অন্যরকম ইশতেহার পেশ করেছে বিজেপি সরকার। স্বামীহিনা এবং একা মায়েদের ২ হাজার টাকা করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে মেঘালয় বিজেপি। এছাড়া তাদের বছরে দুটি করে বিনামূল্যে গ্যাস সিলিন্ডার এবং কন্যাসন্তান জন্মালে এককালীন ৫০ হাজার টাকা দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

এই প্রসঙ্গে আজ বুধবার বিজেপি প্রথম সারি নেতা জেপি নাড্ডা মেঘালয়ে বিজেপির নির্বাচনী ইস্তেহার প্রকাশ করেছেন। তিনি জোর গলায় দাবী করেছেন যে এবারে মহিলাদের হাত ধরে এবং মহিলাদের বিশেষ সুবিধা প্রদানের মাধ্যমে তৈরি হবে বিজেপি শাসনের ‘মেগা মেঘালয়’। অন্যদিকে তৃণমূল কংগ্রেস তাদের ইশতেহারে মেঘালয় প্রশাসনের দুর্নীতি দূরীকরণের দিকে নজর দিয়েছে। সেই পয়েন্টকে ধরে নাড্ডাজি এও বলেছেন যে বিজেপি ক্ষমতায় এলে মেঘালয়ে তৈরি হবে দুর্নীতির তদন্তের স্পেশাল টাস্ক ফোর্স।

About Author