Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

Local Train Cancelled: ফের একাধিক লোকাল ট্রেন বাতিল শিয়ালদা শাখায়, বড় ভোগান্তির আশঙ্কা সাধারণ মানুষের

বর্ধমান স্টেশনে ওভারব্রিজ ভেঙে দেওয়ার কারণে বিগত কয়েক দিনে বারবার বাতিল হয়েছে একাধিক লোকাল ট্রেন। মেইন এবং কর্ড লাইনে যাত্রীদের নানা ভোগান্তির সম্মুখীন হতে হয়েছে এই একটি ঘটনার জন্য। তারই…

Avatar

বর্ধমান স্টেশনে ওভারব্রিজ ভেঙে দেওয়ার কারণে বিগত কয়েক দিনে বারবার বাতিল হয়েছে একাধিক লোকাল ট্রেন। মেইন এবং কর্ড লাইনে যাত্রীদের নানা ভোগান্তির সম্মুখীন হতে হয়েছে এই একটি ঘটনার জন্য। তারই মধ্যে এবার ট্রেন বাতিল হতে চলেছে শিয়ালদার বেশ কিছু শাখাতে। এতদিন পর্যন্ত হাওড়া থেকে বর্ধমান লাইনের বেশকিছু ট্রেন বাতিল ছিল। তবে এবারে শিয়ালদা শাখাতে শুরু হয়েছে
ট্রেন বাতিলের ঘটনা। জারি হয়েছে বিজ্ঞপ্তি। তাতে জানানো হয়েছে বুধবার বৃহস্পতিবার এবং শুক্রবার নৈহাটি ও হালিশহর লাইনের মধ্যে থার্ড লাইনের কাজ চলবে। সেই কারণে বুধ এবং বৃহস্পতিবার বাতিল থাকছে আপ ০৩১৩৯ শিয়ালদহ রানাঘাট লোকাল। এছাড়াও ০৩১৯৮ লালগোলা শিয়ালদা প্যাসেঞ্জার ডাউন চলবে রানাঘাট পর্যন্ত।

একই সঙ্গে বৃহস্পতি এবং শুক্রবার ১৩১০৬ বালিয়া শিয়ালদা এক্সপ্রেস ডানকুনি দিয়ে ঘুর পথে চালানো হবে। ১৩১৫৮ মোজাফফরপুর কলকাতা এক্সপ্রেস এবং ১৩১৬০ যোগবানি কলকাতা এক্সপ্রেস ঘুর পথে চালানো হবে। সপ্তাহের মাঝে বেশ কয়েকটি লোকাল ট্রেন বাতিল এবং যাত্রাপথ পরিবর্তন হওয়ার কারণে ফের যাত্রীদের বড় ভোগান্তির সম্মুখীন হতে হতে পারে। যদি ওই ইতিমধ্যেই এর জন্য দুঃখ প্রকাশ করেছে ভারতীয় রেলওয়ে।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

প্রসঙ্গত গত সপ্তাহের শেষে শিয়ালদা শাখায় বাতিল হয়েছিল বেশ কিছু লোকাল ট্রেন এবং সেতু সংস্কারের কাজ হয়েছিল দমদম এবং নৈহাটির মধ্যে। সেই কারণেই ১১ ফেব্রুয়ারি থেকে ১২ ফেব্রুয়ারির মধ্যে ২২ ঘন্টা শিয়ালদা থেকে একাধিক লোকাল ট্রেন বাতিল করা হয়। রেলের তরফে বিজ্ঞপ্তি দিয়ে সেই কথা জানানো হয়েছিল। বাতিলের খাতায় ছিল নৈহাটি শান্তিপুর এবং কল্যাণী সীমান্তের মতো কিছু গুরুত্বপূর্ণ আপ এবং ডাউন লোকাল। ফলে সমস্যায় পড়তে হয়েছিল সাধারণ মানুষকে।

About Author