বিগত বেশ কয়েকমাস ধরে কিয়ারা আডবাণী ও সিদ্ধার্থ মালহোত্রার বিয়ে নিয়ে চর্চা চলছে। মাঝে তাদের বিচ্ছেদের খবরও প্রকাশ্যে এসেছিল। তবে সমস্ত গুজবকে দূরে সরিয়ে এবার সত্যিই বিয়ের পিঁড়িতে বলিউডের এই পাওয়ার কাপেল। বলাই বাহুল্য, এই মুহূর্তে গোটা মিডিয়ামহল সরগরম তাদের বিয়ের খবরেই। মিডিয়ামহলের পাশাপাশি সমগ্র সাধারণমহল এই মুহূর্তে মেতে রয়েছে তাদের শেয়ার করে নেওয়া বিয়ের ছবি নিয়েই। সেই ছবি বারবার দেখেও মন ভরছে না তাদের। আর এর মাঝেই এল তাদের মালা বদলের ভিডিও, যাতে মুগ্ধ সকলে।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowমঙ্গলবার অর্থাৎ ৭’ই ফেব্রুয়ারি জয়সালমীর থেকে ১৬ কিলোমিটার দূরে অবস্থিত বিলাসবহুল সূর্যগড় হোটেলেই তাদের বিয়ের সমস্ত আয়োজন করা হয়েছিল। ফুল দিয়েই সাজানো হয়েছিল গোটা সূর্যগড় হোটেল। সেখানেই তাদের বিয়ের সমস্ত আচার অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। ঘনিষ্ঠ মহলের উপস্থিতিতেই কিয়ারার এন্ট্রি ছিল দেখার মতো। মানীশ মালহোত্রার ডিজাইন করা হালকা গোলাপি রঙের লেহেঙ্গাতেই ছিলেন অভিনেত্রী। সিদ্ধার্থর থেকেও চোখ ফেরানো যাচ্ছিল না। তিনি ছিলেন ঘি রঙের শেরওয়ানিতে, যা দেখে মুগ্ধ কিয়ারা নিজেও। তাদের একে অপরের প্রতি মুগ্ধতার ঝলকও নজর এড়ায়নি ভক্তদের।
বলাই বাহুল্য, এই মুহূর্তে এই তারকা জুটির ওয়েডিং ভিডিও মন কেড়েছে সকলের। শুরুতেই ফুলের চাদরের নীচ দিয়ে হেঁটে আসতে দেখা গিয়েছে কিয়ারাকে। এরপরেই একে অপরের দিকে মুগ্ধতা নিয়ে তাকান সিদ্ধার্থ ও কিয়ারা। ব্যাকগ্রাউন্ডে বাজছিল ‘শেরশাহ’ ছবির ‘রাঞ্ঝা’। নিজেদের ছবির এই গানকেই নিজেদের ওয়েডিং সং হিসেবে বেছে নিয়েছিলেন এই জুটি। তবে সেটি স্যাড সং হওয়ায়, বিয়ের কথা মাথায় রেখেই তারা পুনরায় এই গানের লিরিক্স লিখিয়েছিলেন।
গানের তালে তাল মিলিয়েই সিদ্ধার্থের দিকে এগিয়ে চলেছিলেন অভিনেত্রী। অভিনেতাও ঘড়ি দেখার ভান করে দেরি হয়ে যাচ্ছে, সেই ইঙ্গিতই দিয়েছিলেন। এরপর একে অপরের হাত ধরে আলিঙ্গন করেন। ঘনিষ্ঠমহলের উপস্থিতিতে পুষ্প বৃষ্টির মাঝেই সারেন মালাবদল। এক অপরকে চুম্বনও করেন তারা। গতকাল, ১০’ই ফেব্রুয়ারি সোশ্যাল মিডিয়ার পাতায় এই ভিডিও ভাইরাল হওয়ার পর থেকেই, তা ঝড়ের গতিতে ভাইরাল হয়। জানা গেছে, আলিয়া-রণবীরের ছবির জনপ্রিয়তাকেও ছাপিয়ে গিয়েছে কিয়ারা-সিদ্ধার্থের বিয়ের ছবি।