Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

IND Vs AUS: নাগপুর টেস্টে ধ্বংস হবে কে এল রাহুলের ক্যারিয়ার, স্পষ্ট করলেন BCCI কর্মকর্তা

অস্ট্রেলিয়ার বিপক্ষে চলমানরত টেস্ট সিরিজের প্রথম ম্যাচে এখনো পর্যন্ত টিম ইন্ডিয়া সুবিধা জনক স্থানে রয়েছে। গতকাল থেকে নাগপুরের সবুজ গ্রাউন্ডে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্ট ম্যাচ খেলছে ভারত। বর্তমানে ভারতীয় দল…

Avatar

অস্ট্রেলিয়ার বিপক্ষে চলমানরত টেস্ট সিরিজের প্রথম ম্যাচে এখনো পর্যন্ত টিম ইন্ডিয়া সুবিধা জনক স্থানে রয়েছে। গতকাল থেকে নাগপুরের সবুজ গ্রাউন্ডে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্ট ম্যাচ খেলছে ভারত। বর্তমানে ভারতীয় দল ১৪৪ রানের বোঝা চাপিয়ে দিয়েছে শক্তিশালী অস্ট্রেলিয়ার ওপর। ইতিপূর্বে, অস্ট্রেলিয়া প্রথমে ব্যাটিং করে সব’কটি উইকেট হারিয়ে মাত্র ১৭৭ রান সংগ্রহ করতে সক্ষম হয়। দলের হয়ে সর্বোচ্চ পাঁচ উইকেট তুলে নেন অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা।

এদিকে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচে ভারতীয় দল দুর্দান্ত পারফরমেন্স করলেও দলের এক তারকা ক্রিকেটারের উপর ক্ষোভ প্রকাশ করেছেন বিসিসিআইয়ের এক কর্মকর্তা। ইতিমধ্যে তিনি ইঙ্গিত দিয়েছেন, নাগপুরের ম্যাচ শেষ হওয়ার সাথে সাথে ভারতীয় এই তারকা ক্রিকেটারের ক্যারিয়ারও শেষ হতে পারে। এর কারণ অবশ্য বিগত কয়েক মাস ধরে ব্যাট হাতে ধারাবাহিক ব্যর্থতা।
IND Vs AUS: নাগপুর টেস্টে ধ্বংস হবে কে এল রাহুলের ক্যারিয়ার, স্পষ্ট করলেন BCCI কর্মকর্তা

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

ফ্লপ ধারাবাহিকতা বজায় রাখতে যেন এদিন মরিয়া হয়ে উঠেছিলেন ভারতের সহ-অধিনায়ক কে এল রাহুল। ইনিংসের শুরুতে রোহিত শর্মা এবং কে এল রাহুল দুর্দান্ত শুরু করলেও সহ-অধিনায়কের ব্যর্থ ইনিংসের ফলে প্রথমেই বড় ঝটকা পায় ভারত। মাত্র ২০ রান করে সাজঘরে ফেরেন কে এল রাহুল। আর নগণ্য এই রান করতে খরচ করেন ৭১ বল।

এরপর পরেই বিসিসিআইয়ের এক উচ্চপদস্থ কর্মকর্তা সংবাদমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে জানান, “এই নয় যে কে এল রাহুল সহ-অধিনায়ক বলে থাকে বাদ দেওয়া যাবে না। এইভাবে ব্যর্থতার বীজ বুনতে থাকলে আগামী ম্যাচেই তাকে ছাড়া মাঠে নামতে পারে ভারতীয় দল। নাগপুরের ম্যাচ ঠিক করবে কে এল রাহুলের আগামী দিনের ভবিষ্যৎ।”

About Author