সম্প্রতি অভিনেত্রী একটি রিল ভিডিও শেয়ার করে নিয়েছেন যেখানে অভিনেত্রীর সাম্প্রতিক লুকের একাধিক ঝলক রয়েছে। এদিন মালাইকাকে হালকা পার্পেল রঙের একটি সাইড স্লিটেড পোশাকে দেখা গিয়েছে। স্প্যাগেটি স্ট্রাপড্ এই পোশাকের সাথে খোলা চুলে মানানসই হালকা মেকাপ নিয়েছিলেন অর্জুন প্রেমিকা। সাথে পরেছিলেন গোল্ডেন হাই হিলও। সাথে ক্যাপশনে লিখেছিলেন, তিনি নিজের এই লুক ভীষণ পছন্দ করছেন। তাকে ডেট নাইটের জন্য রেডি মনে হচ্ছে কি? অভিনেত্রীর এই ক্যাপশনের উত্তরে নেটনাগরিকদের পাশাপাশি তার ভক্তমহলের একাংশ তাকে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন, যার প্রতিটি ঝলকই রয়েছে কমেন্টবক্সে।
Malaika Arora: ৪৯ বছর বয়সী মালাইকা অরোরা এরকম লুক, চাবুক চেহারা দেখিয়ে আকর্ষণ করেছেন
মালাইকা আরোরা বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী, যিনি কোনো না কোনো কারণে মিডিয়ার আলোতে থাকেন। তাকে নিয়ে চর্চা চলতে থাকে প্রায়ই। কখনো তার পোশাক নিয়ে, আবার কখনো তার থেকে বয়সে ছোট…

আরও পড়ুন