Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

MS Dhoni: নিজের সিদ্ধান্তে সবাইকে চমকে দিলেন এম এস ধোনি! ২ বছর পর ফিরলেন পুরনো ছন্দে

ভারতের সর্বকালের সেরা অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি এই মুহূর্তে সংবাদ শিরোনামের শীর্ষস্থানে রয়েছেন। ২০২০ সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার পরেও তিনি সমভাবে সোশ্যাল মিডিয়ায় আধিপত্য বিস্তার করে রয়েছেন। আন্তর্জাতিক…

Avatar

ভারতের সর্বকালের সেরা অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি এই মুহূর্তে সংবাদ শিরোনামের শীর্ষস্থানে রয়েছেন। ২০২০ সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার পরেও তিনি সমভাবে সোশ্যাল মিডিয়ায় আধিপত্য বিস্তার করে রয়েছেন। আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়ে বর্তমানে শুধু মাত্র ভারতীয় প্রিমিয়ার লিগে খেলছেন ভারতের প্রাক্তন এই অধিনায়ক। সংবাদ শিরোনামে থাকলেও বিগত দুই বছর ধরে নিজেকে সোশ্যাল মিডিয়া জগত থেকে দূরে সরিয়ে নিয়েছিলেন মাহি। বর্তমানে তিনি এমন কিছু করেছেন যার মাধ্যমে নিজের ভক্তদের অবাক করেছেন তিনি।

বিশ্ব ক্রিকেটের সফল অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নেওয়ার পর ৮ জানুয়ারি ২০২১ সালে শেষবারের মতো নিজের ইনস্টাগ্রামে ভিডিও পোস্ট করেছিলেন। দীর্ঘ বিরতির পর এই প্রথমবারের মতো নিজের ইনস্টাগ্রাম পেজে মহেন্দ্র সিং ধোনি একটি ভিডিও পোস্ট করতেই সোশ্যাল মিডিয়ায় বেশ জনপ্রিয়তা লাভ করেছে। এদিন মহেন্দ্র সিং ধোনি সোশ্যাল মিডিয়ায় ভিডিও শেয়ার করার সময় ক্যাপশনে লিখেছেন,,নতুন কিছু শিখতে পেরে ভালো লাগলো। কিন্তু এটি আয়ত্ত করতে অনেক সময় লেগেছে।’

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

ভিডিওতে দেখা যাচ্ছে ভারতের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি নিজের খামার বাড়িতে ট্রাক্টর চালিয়ে ক্ষেত চাষ করছেন। আপনাদের জানিয়ে রাখি, রাঁচিতে মহেন্দ্র সিং ধোনির বিরাট ফার্ম হাউস অবস্থিত। যেখানে তিনি চাষবাদের জন্য বিরাট একটি ক্ষেত তৈরি করেছেন। ইতিপূর্বেও সোশ্যাল মিডিয়ায় একাধিক ছবি এসেছে, যেখানে ভারতের সাবেক অধিনায়ককে মাঠে চাষ করতে দেখা গেছে।

যদি মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বের কথা বলি, তাহলে তিনি তার অধিনায়ক হতে ভারতের হাতে একটি টি-টোয়েন্টি বিশ্বকাপ, একটি ওডিআই বিশ্বকাপ এবং একটি চ্যাম্পিয়ন্স ট্রফি তুলে দিয়েছেন। তাছাড়া ক্রিকেটের সমস্ত ফরম্যাটে ভারতীয় দলকে শীর্ষস্থানে নিয়ে গিয়েছিলেন মহেন্দ্র সিং ধোনি। পাশাপাশি ভারতীয় প্রিমিয়ার লিগে তার নেতৃত্বে চারবার শিরোপা অর্জন করেছে চেন্নাই সুপার কিংস।

About Author