Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

Bhumi Pednekar’s Sister: সৌন্দর্যে দিদি ভূমিকে টেক্কা দেন সমীক্ষা পেডনেকার, তার সামনে Kiara Advani-ও ফেল

ভূমি পেডনেকর বলিউড ইন্ডাস্ট্রির অন্যতম প্রথম সারির অভিনেত্রী। শুরুর সময় থেকেই তার অভিনয় দক্ষতা তার লুকের থেকে বেশি নজর কেড়েছিল একাংশের। 'দাম লাগাকে হাইসা' দিয়েই এই ইন্ডাস্ট্রিতে ডেবিউ করেছিলেন অভিনেত্রী।…

Avatar

ভূমি পেডনেকর বলিউড ইন্ডাস্ট্রির অন্যতম প্রথম সারির অভিনেত্রী। শুরুর সময় থেকেই তার অভিনয় দক্ষতা তার লুকের থেকে বেশি নজর কেড়েছিল একাংশের। ‘দাম লাগাকে হাইসা’ দিয়েই এই ইন্ডাস্ট্রিতে ডেবিউ করেছিলেন অভিনেত্রী। এই ছবিতে আয়ুষ্মান খুরানার বিপরীতেই অভিনয় করতে দেখা গিয়েছিল তাকে। তাদের এই ছবি বেশ সফলতা অর্জন করেছিল বক্সঅফিসে। সেকথা অবশ্য আলাদাভাবে উল্লেখ করা নিষ্প্রয়োজন। তবে এই মুহূর্তে নিজের অভিনয়ের সূত্র ধরে কিংবা নিজের ব্যক্তিগত জীবনের সূত্র ধরে চর্চার আলোয় নেই অভিনেত্রী। আপাতত নিজের বোন সমীক্ষা পেডনেকরের সূত্র ধরেই চর্চায় ভূমি।

খুব সম্প্রতি অভিনেত্রী নিজের বোন সমীক্ষার সাথে উজ্জয়ীনের মহাকাল মন্দিরে গিয়েছিলেন। পূজো দিয়েছেন ভালো করে। মন্দির কর্তৃপক্ষের তরফ থেকে তাকে সম্মান জানিয়ে মালাও পড়ানো হয়েছে। অবশ্য সেই ঝলক তার শেয়ার করে নেওয়া ছবিতেই রয়েছে। তার পাশে দেখা মিলেছে সমীক্ষারও। এদিন দুজনেই সালোয়ার স্যুটে উপস্থিত ছিলেন মহাকাল মন্দিরে। অভিনেত্রী নিজেদের এই ছবি শেয়ার করে নেওয়ার পর থেকেই সকলের চোখ আটকেছে সমীক্ষার দিকে। একাংশের মতে, রূপ ও সৌন্দর্যের দিক দিয়ে দিদি ভূমিকেও টেক্কা দিতে পারেন তিনি।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

মহাকাল মন্দির থেকে ছবি শেয়ার করে নেওয়ার পর থেকেই চর্চিত হচ্ছেন সমীক্ষা। তার সাথে অভিনেত্রীর মুখেরও অনেক মিল রয়েছে। তারা যে দুই বোন সেকথা আলাদাভাবে বলে দেওয়ার অপেক্ষা রাখে না। তাদের একসাথে দেখেই সেকথা স্পষ্ট হয়। ভাইরাল হওয়া ছবির সূত্র ধরেই নেটনাগরিকদের একাংশের মাঝে চর্চিত অভিনেত্রীর বোন। লাইম লাইটে খুব একটা দেখা মেলে না তার। বিশেষ চর্চায় থাকতে পছন্দ করেন না তিনি নিজেও। তবে তাকে দেখে একাংশের মত, তিনি বলে বলে টেক্কা দিতে পারেন বলিউডের একাধিক ডিভাদেরও।‌

About Author