যারা পেনশন পান তাদের জন্য রয়েছে আরও একটা বড় সুখবর। জানিয়ে রাখি এবার কিন্তু তারা হয়ে যেতে চলেছেন একেবারে মালামাল। এবার থেকে তারা পেয়ে যাবে একেবারে মোটা টাকা পেনশনের সুবিধা এবং এই ঘোষণা সম্প্রতি করেছে কেন্দ্রীয় সরকার। কেন্দ্রীয় সরকার ২৮১৩৮ কোটি টাকা বেশি বরাদ্দ করেছে এই ক্ষেত্রে এবং যার জেরে পেনশনারদের মুখে হাসি ফুটেছে। তারা লাভবান হবেন বলেই মনে করা হচ্ছে। জানিয়ে রাখি যারা কেন্দ্রীয় বাজেটে প্রথম সারির সশস্ত্র বাহিনীর পেনশনভোগী এবং তার পরিবারের সদস্য তাদের জন্য কিন্তু এই নতুন সুবিধা দেবে কেন্দ্রীয় সরকার। এতে করে পেনশন প্রাপকরা আরও বেশি সুবিধা পেতে পারেন।
২০২২-২৩ অর্থবছরে ৩৫৮২.৫১ কোটি টাকার তুলনায় ২০২৩-২৪ অর্থ বছরে ৫.৪৩ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে। একইসঙ্গে প্রাক্তন সৈনিকদের অবদানকারী স্বাস্থ্য প্রকল্পের জন্য বরাদ্ধ বৃদ্ধি করেছে কেন্দ্রীয় সরকার। বাজেটে অর্থ বরাদ্দ বৃদ্ধির ফলে স্বাস্থ্যসেবা এবং প্রবীণ সদস্যরা নানা রকমের সুবিধা পেতে চলেছেন কেন্দ্রীয় সরকারের তরফ থেকে, এমনটাই মনে করছেন অর্থনৈতিক বিশেষজ্ঞরা। সরকার বিবৃতি দিয়ে জানিয়েছে ২০২৩ ২৪ অর্থবছরে প্রতিরক্ষা পেনশন বাজেটে ১৫.৫ শতাংশের উল্লেখযোগ্য বৃদ্ধি এসেছে।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowশুধু তাই নয় প্রথম সারির পেনশনভোগীদের জন্য অতিরিক্ত বরাদ্দের ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার। নতুন আয়কর আইনের অধীনে অর্থমন্ত্রী ঘোষণা করেছেন, সাত লক্ষ টাকা পর্যন্ত উপার্জন কারীদের দ্বারা কোন কর দিতে হবে না। আগে যাদের আয় ছিল ৫ লাখ টাকা তাদের কোন কর দিতে হতো না। কিন্তু ২০২৩ সালের বাজেটে ঘোষণা অনুযায়ী এখন ৭ লক্ষ টাকা পর্যন্ত আয়ের ওপর কোনো কর দিতে হবে না।