আগামী ৯ই ফেব্রুয়ারি থেকে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের প্রথম টেস্ট ম্যাচ খেলতে মাঠে নামবে টিম ইন্ডিয়া। ইতিমধ্যে নাগপুরের গ্রাউন্ড সেজে উঠতে শুরু করেছে। চলতি সফরে ভারতের বিপক্ষে চারটি টেস্ট ম্যাচ খেলবে অস্ট্রেলিয়া। তবে আসন্ন এই টেস্ট সিরিজ ভারতের প্রেক্ষাপটে অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে বলে মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা। ২০২৩ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছাতে হলে আসন্ন সিরিজ জিততেই হবে রোহিত শর্মাদের। নতুবা আরও একটি আইসিসি ট্রফি হাত ছাড়া হবে ভারতের।
আপনাদের জানিয়ে রাখি, বিগত দুই বছরে দুটি টি-টোয়েন্টি বিশ্বকাপসহ একটি চ্যাম্পিয়ন্স ট্রফি হাতছাড়া হয়েছে ভারতের। তাছাড়া ২০১৩ সালের পর একটিও আইসিসি ট্রফি ঘরে ওঠেনি টিম ইন্ডিয়ার। এমন পরিস্থিতিতে ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মার উপর যে আলাদা চাপ রয়েছে তা জানিয়েছেন বিসিসিআইয়ের এক কর্মকর্তা। কারণ ইতিমধ্যে রোহিত শর্মার নেতৃত্বে একটি টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং একটি এশিয়া কাপের মেগা আসর খেলেছে ভারত। যেখানে হতাশা জনক পারফরম্যান্স করে আসর ছাড়া হয়েছে রোহিত শর্মারা।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowএমন পরিস্থিতিতে রোহিত শর্মার নেতৃত্ব নিয়েও প্রশ্ন উঠেছে বিভিন্ন মাধ্যমে। শিরোপা না জেতার কারণে বিরাট কোহলির নিকট থেকে একপ্রকার জোরপূর্বক ক্যাপ্টেন্সি ছিনিয়ে নিয়েছিল ভারতীয় ক্রিকেট বোর্ডের উচ্চ আধিকারিকরা। পরে সেই গুরু দায়িত্ব দেওয়া হয় অভিজ্ঞ ক্রিকেটার রোহিত শর্মার হাতে। তবে তিনিও ভারতের ঝুলিতে আইসিসি ট্রফি তুলে দিতে এখনো পর্যন্ত ব্যর্থ হয়েছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক ভারতীয় ক্রিকেট বোর্ডের এক কর্মকর্তা জানান, আসন্ন বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের আসর রোহিত শর্মার জন্য অগ্নিপরীক্ষা হতে চলেছে। যদিও নেতৃত্ব নিয়ে এখনো কোনো প্রকার বোর্ড মিটিং হয়নি, তারপরেও অস্ট্রেলিয়ার বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজে ভারতের প্রদর্শন নির্ণয় করবে রোহিত শর্মার ভাগ্য। আপনাদের জানিয়ে রাখি, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলতে হলে ঘরের মাটিতে অস্ট্রেলিয়াকে ২-০ কিংবা ৩-১ ব্যবধানে হারাতে হবে ভারতকে।