Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

Union Budget: নতুন অর্থবর্ষে প্রায় ৬০০ কোটি টাকা বরাদ্দ কমল ইস্ট-ওয়েস্ট মেট্রোয়

ফেব্রুয়ারি মাসের প্রথম দিনে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন চলতি বছরের সরকারি বাজেট প্রকাশ করেছেন। আর সেই বাজেটে প্রত্যাশমত অনেকটাই বরাদ্দ কমেছে ইস্ট ওয়েস্ট মেট্রো প্রকল্পের জন্য। এই প্রসঙ্গে কলকাতা মেট্রোরেল…

Avatar

ফেব্রুয়ারি মাসের প্রথম দিনে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন চলতি বছরের সরকারি বাজেট প্রকাশ করেছেন। আর সেই বাজেটে প্রত্যাশমত অনেকটাই বরাদ্দ কমেছে ইস্ট ওয়েস্ট মেট্রো প্রকল্পের জন্য। এই প্রসঙ্গে কলকাতা মেট্রোরেল কর্পোরেশন লিমিটেড জানিয়েছে যে ২০২৩-২৪ অর্থবর্ষের জন্য এবারের বাজেটে ৫০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। এর আগের অর্থবর্ষে এই বরাদ্দের পরিমাণ ছিল ১১০০ কোটি টাকা। বিগত বছরের তুলনায় প্রায় ৬০০ কোটি টাকা বরাদ্দ কমেছে ইস্ট ওয়েস্ট মেট্রো খাতে।

গত বছর কয়েক মাসের ব্যবধানে প্রথম মে মাসে এবং পরে অক্টোবর মাসে বউবাজারে নির্মীয়মান সুরঙ্গের এলাকায় ধস নামায় প্রায় সারা বছর মেট্রোর কাজ বন্ধ ছিল। বরাদ্দ হওয়া টাকার অনেকটা অংশই এখনো অব্দি খরচ হয়নি। এমনকি চলতি বছরের শুরুতেও এখনও মেট্রোর কাজ করার অনুকূল পরিবেশ তৈরি হয়নি। কিন্তু এর মধ্যেও ডিসেম্বর মাসের মধ্যে ওই মেট্রোর কাজ সম্পূর্ণ করার লক্ষ্যমাত্রা রাখা হয়েছে। বরাদ্দ এবছর কমে গেলেও তাতে ভবিষ্যৎ কাজে কোন সমস্যা হবে না বলেই জানিয়েছেন কলকাতা মেট্রোরেল কর্পোরেশন লিমিটেডের ফিন্যান্স অধিকর্তা অংশুমান সরকার।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

প্রসঙ্গত উল্লেখ্য, ইস্ট ওয়েস্ট মেট্রোর মোট খরচা ধরা হয়েছিল ৮৫৭৪ কোটি টাকা। কিন্তু প্রকল্প সম্পূর্ণ হওয়ার পর সময় আরো দু’বছর কেটে যাওয়ায় খরচ আরো বেড়ে গিয়েছে। বর্ধিত ব্যয় হিসাব করে তা অনুমোদনের প্রক্রিয়া চালানো হবে বলে জানিয়ে দিয়েছে ইস্ট ওয়েস্ট মেট্রো নির্মাণ সংস্থা।

About Author