দীর্ঘদিন ক্রিকেটের বাইরে থাকার পর ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিকেটার ক্রিস গেইল মহেন্দ্র সিং ধোনির সঙ্গে একটি ছবি শেয়ার করেছেন নিজের ইনস্টাগ্রাম পেজে। সেখানে তিনি মহেন্দ্র সিং ধোনির উদ্দেশ্যে লিখেছেন, ‘লং লিভ দ্য লিজেন্ডস।’ বিষয়টি ভারতীয় ক্রিকেটপ্রেমীদের নজরে পড়তেই ইউনিভার্সাল বসের শেয়ার করা ছবিতে লাখ লাখ ভালোবাসা দিয়েছে।উল্লেখ্য, ১৫ আগস্ট ২০২০ সালে মহেন্দ্র সিং ধোনি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর গ্রহণ করেন। তবে ক্রিকেট থেকে অবসর গ্রহণ করার পূর্বে তিনি বিশ্ব ক্রিকেটের সফলতম ফিনিশারের উপাধি লাভ করেন ক্রিকেটপ্রেমীদের দ্বারা। আন্তর্জাতিক ক্রিকেটের পাশাপাশি তিনি ভারতীয় প্রিমিয়ার লিগেও নিজের বুদ্ধিমত্তার ছাপ রেখেছেন। নিজের দল চেন্নাই সুপার কিংসকে নেতৃত্ব দিয়ে ৪ বার শিরোপা এনে দিয়েছেন মহেন্দ্র সিং ধোনি।
MS Dhoni: ‘লং লিভ দ্য লিজেন্ডস’ ধোনির উদ্দেশ্যে বার্তা দিলেন ক্রিস গেইল, ছবি ভাইরাল
ভারতীয় ক্রিকেট ইতিহাসের সবচেয়ে সফল অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির সাথে তোলা একটি ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেন ওয়েস্ট ইন্ডিজের তারকা ক্রিকেটার ক্রিস গেইল। যে ছবিটি দেখতে না দেখতে ভাইরাল হয়েছে…

আরও পড়ুন