আসলে ভারতীয় দলের দুই জোরে বোলার মোহাম্মদ সিরাজ এবং উমরান মালিক তিলক লাগাতে অস্বীকার করেন। ক্যামেরার লেন্সের সেই দৃশ্য ধরা পড়তেই সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে তীব্র সমালোচনা। কেউ কেউ লিখেছেন, ‘ধর্মের প্রতি কট্টর থাকার কারণে সনাতনী পরম্পরা মেনে নেননি এই দুই ক্রিকেটার।’ তবে শুধুমাত্র ভারতীয় দুই ক্রিকেটার নন, জাতীয় দলের ব্যাটিং কোচ বিক্রম রাঠোরও তিলক না লাগিয়েই এগিয়ে যান।এদিকে আসন্ন অস্ট্রেলিয়ার বিপক্ষে চার ম্যাচের টেস্ট সিরিজে ভারতের জোরে বোলার জসপ্রিত বুমরাহকে পাবেনা টিম ইন্ডিয়া। সেই কারণে আসন্ন সিরিজে ভারতীয় দলের তুরুপের তাস হবেন মোহাম্মদ সিরাজ। তবে সিরিজ শুরু হওয়ার পূর্বে দুই ভারতীয় ক্রিকেটারের ব্যবহার দৃষ্টিকটু হয়ে উঠেছে একাধিক ক্রিকেটপ্রেমীদের জন্য।मोहम्मद सिराज और उमरान मलिक टीका नहीं लगवाते हैं क्योंकि वे उस स्तर पर पहुंचने के बाद भी अपने धर्म के प्रति कट्टर हैं। pic.twitter.com/lGwCWxu3xx
— Yogi Devnath 🇮🇳 (@YogiDevnath2) February 3, 2023
IND Vs AUS: ‘তিলক’ লাগাতে অস্বীকার করে কটাক্ষের মুখে পড়লেন ২ ভারতীয় ক্রিকেটার, ভিডিও ভাইরাল
ভারতীয় দল রোহিত শর্মার নেতৃত্বে অস্ট্রেলিয়ার বিপক্ষে চার ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচ খেলতে নাগপুর পৌঁছেছে। আগামী ৯ ফেব্রুয়ারি অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচ খেলবে ভারত। তবে বর্ডার-গাভাস্কার ট্রফির সিরিজ…

আরও পড়ুন