Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

Sourav-Dhoni: ২২ গজের বাইরে ফের মহারাজ-মাহির সাক্ষাৎ! ছবি ভাইরাল সোশ্যাল মিডিয়ায়

ক্রিকেট গ্রাউন্ডের বাইরে ঘটলো অধিনায়ক বনাম অধিনায়কের সংঘর্ষ। অর্থাৎ ভারতের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির সঙ্গে সাক্ষাৎ ঘটলো প্রাক্তন বিসিসিআই সভাপতি তথা ভারতের অন্যতম সেরা অধিনায়ক সৌরভ গাঙ্গুলীর। দুই মহারথীর…

Avatar

ক্রিকেট গ্রাউন্ডের বাইরে ঘটলো অধিনায়ক বনাম অধিনায়কের সংঘর্ষ। অর্থাৎ ভারতের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির সঙ্গে সাক্ষাৎ ঘটলো প্রাক্তন বিসিসিআই সভাপতি তথা ভারতের অন্যতম সেরা অধিনায়ক সৌরভ গাঙ্গুলীর। দুই মহারথীর একই ফ্রেমে ধরা পড়ার দৃশ্য সোশ্যাল মিডিয়ায় নজরে আসতেই রীতিমতো ভাইরাল হয়েছে। ছবিতে দেখা গেছে ক্যাপ্টেন কুলের সাথে সৌজন্য সাক্ষাৎ করছেন মহারাজ। তবে কোথায় ঘটেছে এই ঘটনা? আসুন এ সম্পর্কে আমরা আপনাদের বিস্তারিত জানাই-

ভারতের দুই প্রাক্তন অধিনায়ক সৌরভ গাঙ্গুলী এবং মহেন্দ্র সিং ধোনি বর্তমানে মুম্বাইয়ের ফিল্ম সিটিতে রয়েছেন। দুজনেই নিজস্ব ব্রান্ডের বিজ্ঞাপনের শুটিং করতে পৌঁছেছেন সেখানে। আর সেখানেই দুই মহতারকার সৌজন্য সাক্ষাৎ হয়েছে বলে জানা গিয়েছে। তবে দুজন একসাথে একই বিজ্ঞাপনে কাজ করছেন না।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

সৌরভ গাঙ্গুলীর সহায়িকা তানিয়া ভট্টাচার্য এই ছবিটি ফেসবুকে পোস্ট করেছেন। সেখানে তিনি লিখেছেন,’যখন ক্যাপ্টেনের সাথে ক্যাপ্টেনের সাক্ষাৎ হয়।’ তিনি সংবাদমাধ্যমকে জানিয়েছেন, মুম্বাইয়ের ফিল্ম সিটিতে দুজন আলাদা ফ্লোরে শুটিং করছিলেন। যখন মহেন্দ্র সিং ধোনি জানতে পারেন তার পাশের ফ্লোরে শুটিং করছেন সৌরভ গাঙ্গুলী, তখন তিনি দাদার সাথে দেখা করার ইচ্ছা প্রকাশ করেন।

সেই খবর সৌরভ গাঙ্গুলীর কানে পৌঁছাতেই সরাসরি মাহির শুটিং কেন্দ্রে পৌঁছে যান মহারাজ। কারণ দাদার শুটিংয়ের কাজ ততক্ষণে সমাপ্ত হয়েছিল। এরপর কিছুক্ষন খাস গল্প করেন ভারতের দুই প্রাক্তন অধিনায়ক। আপনাদের জানিয়ে রাখি, ২০০৪ সালে সৌরভ গাঙ্গুলীর অধিনায়কত্বে আন্তর্জাতিক ওডিআই ক্রিকেটে অভিষেক ঘটেছিল মহেন্দ্র সিং ধোনির। ক্যারিয়ারের প্রথম ৪ ম্যাচে রান না পাওয়ার সত্ত্বেও মহেন্দ্র সিং ধোনিকে পঞ্চম ম্যাচ খেলার সুযোগ দিয়েছিলেন সৌরভ গাঙ্গুলী। আর এরপর একের পর এক ম্যাচে ইতিহাস রচনা করেছেন মাহি।

About Author