কলকাতানিউজপলিটিক্স

আজ শহরে আসছেন অমিত শাহ, হেভিওয়েট তৃণমূল বিধায়কের গেরুয়া যোগের সম্ভাবনা!

Advertisement

গত লোকসভা ভোটে বঙ্গের বেশ কিছুটা জুড়ে প্রস্ফুটিত হয়েছে পদ্মফুল। এবার সেই পদ্মফুল যাতে সারা বাংলা ঢেকে দেয় সেই স্বপ্নকে সফল করতে আজ দূর্গাপূজার তৃতীয়াতে কলকাতায় পা রাখছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সেনাপতি। অসমে এনআরসি বিতর্কের মধ্যেই বাংলায় এনআরসি প্রসঙ্গে আজ নেতাজী ইন্ডোরে বক্তৃতা দেওয়ার কথা বিজেপির সর্বভারতীয় সভাপতির। এরপর সেখানেই দলীয় নেতৃত্বের সাথে বৈঠকে বসবার কথা রয়েছে তাঁর।

সেখান থেকেই সল্টলেকের একটি দূর্গাপূজার উদ্বোধনে যোগ দেওয়ার কথা অমিত শাহের। দীর্ঘ রাজনৈতিক জীবনে কলকাতার বুকে এটিই তাঁর প্রথম দূর্গাপূজার উদ্বোধন। যদিও এই উদ্বোধন ঘিরে বিতর্কের সৃষ্টি হয়েছে। সল্টলেক বি জে ব্লক পূজা কমিটির সম্পাদক অনিন্দ্য সিনহা রায় দাবি করেন, অমিত শাহ যে পূজা উদ্বোধনে আসছেন তা তিনি জানেন না। পূজা কমিটির সভাপতি কাউকে না জানিয়ে এই সিদ্ধান্ত নেওয়ায় তাঁরা অপমানিত হয়েছেন। তবে দেশের স্বরাষ্ট্রমন্ত্রীকে তাঁরা স্বাগত জানাবেন বলেই জানিয়েছেন তিনি।

এদিকে, সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে আজই তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিতে পারেন হেভিওয়েট বিধায়ক সব্যসাচী দত্ত। নেতাজী ইন্ডোরে বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহের হাত গেরুয়া পতাকা হাতে তুলে নেওয়ার কথা তাঁর।

Related Articles

Back to top button