Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

IND Vs AUS: ভারত-অস্ট্রেলিয়া টেস্ট সিরিজে প্রবেশ করতে চলেছেন দীনেশ কার্তিক, টুইট করে জানালেন নিজেই

বর্তমানে ভারতীয় দল নিজেদের স্বপ্নের ফর্মে রয়েছে। পরপর দুটি টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের লজ্জা জনক পরাজয়ের পর ঘুরে দাঁড়িয়েছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের টিম কর্মকর্তারা। বর্তমানে ক্রিকেটের তিন ফরম্যাটের জন্য তিনটি আলাদা…

Avatar

বর্তমানে ভারতীয় দল নিজেদের স্বপ্নের ফর্মে রয়েছে। পরপর দুটি টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের লজ্জা জনক পরাজয়ের পর ঘুরে দাঁড়িয়েছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের টিম কর্মকর্তারা। বর্তমানে ক্রিকেটের তিন ফরম্যাটের জন্য তিনটি আলাদা দল গঠন করতে ব্যস্ত রয়েছে বিসিসিআই‌। ফলশ্রুতিতে তিনটি আলাদা দল হওয়ায় পূর্বের তুলনায় একাধিক ক্রিকেটার জাতীয় দলের প্রবেশের সুযোগ পেয়েছে।

এদিকে সদ্য সমাপ্ত নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের পর ভারতীয় দলের লক্ষ্য এখন অস্ট্রেলিয়ার বিপক্ষে ঘরের মাটিতে টেস্ট সিরিজ জেতা। আপনাদের জানিয়ে রাখি, আগামী ৯ই ফেব্রুয়ারি অস্ট্রেলিয়ার বিপক্ষে চার ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচ খেলতে মাঠে নামবে টিম ইন্ডিয়া। ইতিমধ্যে ভারতীয় ক্রিকেট বোর্ড আসন্ন টেস্ট সিরিজ উপলক্ষে শক্তিশালী স্কোয়াড ঘোষণা করেছে।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

তবে সেই স্কোয়াডে নাম না থাকার শর্তেও ভারতের অভিজ্ঞ ক্রিকেটার দীনেশ কার্তিক এমন একটি টুইট করেছেন, যা রীতিমতো ভাইরাল হচ্ছে সোশ্যাল মিডিয়ায়। তিনি একটি টুইট বার্তায় লিখেছেন,’অস্ট্রেলিয়ার বিপক্ষে আমার টেস্ট অভিষেক ঘটতে চলেছে… আচ্ছা… এটা আবার ঘটতে যাচ্ছে!’ দীনেশ কার্তিকের এমন টুইটের পর রীতিমতো জল্পনা উঠেছে সোশ্যাল মিডিয়ায়। তবে কি ৩৭ বছর বয়সে এসে টেস্ট ক্রিকেটে অভিষেক ঘটবে ভারতীয় এই ক্রিকেটারের? প্রশ্ন ক্রিকেট প্রেমীদের।

আপনাদের জানিয়ে রাখি, ইতিপূর্বে দীর্ঘ দিন আন্তর্জাতিক ক্রিকেটে থাকার পরেও ভারতীয় প্রিমিয়ার লিগে বিধ্বংসী পারফরম্যান্স করে ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলার সুযোগ পেয়েছিলেন দীনেশ কার্তিক। তবে কি সেই সূত্র ধরে টেস্ট ক্রিকেটে অভিষেক ঘটতে চলেছে তার?

উল্লেখ্য, আসন্ন ভারত-অস্ট্রেলিয়া সিরিজে দীনেশ কার্তিককে একজন ধারাভাষ্যকার হিসেবে দেখা যেতে পারে বলে মনে করা হচ্ছে। তিনি স্টার স্পোর্টস-এর সাথে যুক্ত হয়ে পুনরায় নিজের কর্মযজ্ঞে ফিরে যেতে চান বলেও জানা গেছে। ইতিপূর্বে দিনেশ কার্তিক কখনো টেস্ট ক্রিকেটে ধারাভাষ্য দেননি। ফলশ্রুতিতে ধারাভাষ্যকার হিসেবে আসন্ন সিরিজে যে তার অভিষেক ঘটতে চলেছে সেই কথার ইঙ্গিত দিয়েছেন ভারতীয় এই ক্রিকেটার।

About Author