Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

ODI World Cup: ২০২৩ বিশ্বকাপ থেকে বিদায়! নিজের ভুলে বিশ্বকাপ থেকে ছিটকে যাবে মহা-শক্তিধর এই দেশ

আর মাত্র মাস ছয়েকের অপেক্ষা, এরপর ভারতের মাটিতে অনুষ্ঠিত হবে ওডিআই বিশ্বকাপের মেগা আসর। আসন্ন বিশ্বকাপের মহা আসর উপলক্ষে ইতিমধ্যে ভারতীয় ক্রিকেট বোর্ড সমস্ত প্রস্তুতি সেরে ফেলার পরিকল্পনা করছে। এদিকে,…

Avatar

আর মাত্র মাস ছয়েকের অপেক্ষা, এরপর ভারতের মাটিতে অনুষ্ঠিত হবে ওডিআই বিশ্বকাপের মেগা আসর। আসন্ন বিশ্বকাপের মহা আসর উপলক্ষে ইতিমধ্যে ভারতীয় ক্রিকেট বোর্ড সমস্ত প্রস্তুতি সেরে ফেলার পরিকল্পনা করছে। এদিকে, ভারতের মাটিতে বিশ্বকাপ আয়োজিত হওয়ায় কারণে ইতিমধ্যে টিম ইন্ডিয়াকে ফেভারিট হিসেবে গণ্য করেছে একাধিক ক্রিকেট বিশেষজ্ঞরা। এমনকি কেউ কেউ ভবিষ্যৎ বাণী করে জানিয়েছেন, এবার তৃতীয়বারের জন্য ওডিআই বিশ্বকাপ ঘরে তুলবে টিম ইন্ডিয়া।

এদিকে নিজেদের ভুলে আসন্ন বিশ্বকাপ থেকে নির্বাচিত হতে পারে ক্রিকেটের মহা শক্তিধর দেশ দক্ষিণ আফ্রিকা। পরিস্থিতি এমন স্থানে পৌঁছেছে যে, আসন্ন সিরিজে নেদারল্যান্ডসকে ২-০ ব্যবধানে হারাতে না পারলে বিশ্বকাপের মূল পর্ব থেকে অনেকটা দূরে চলে যাবে দক্ষিণ আফ্রিকা। আপনাদের জানিয়ে রাখি, আসন্ন ওডিআই বিশ্বকাপে সেরা ৮ দল সরাসরি মূল পর্বে প্রবেশ করবে। আর সেরা ৮ দলের তালিকায় নাম নেই দক্ষিণ আফ্রিকার।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

সদ্য সমাপ্ত ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওডিআই সিরিজে দক্ষিণ আফ্রিকার চরম ভুলে সেরা ৮ থেকে ছিটকে গেছে প্রোটিয়ারা। ইংল্যান্ডের বিপক্ষে ২-১ ব্যবধানে সিরিজ জিতলেও স্লো-ওভার রেটের কারণে অন-ফিল্ড আম্পায়ার ১ পয়েন্টের পাশাপাশি ম্যাচের ২০ শতাংশ ফি কেটে নেন। ফলশ্রুতিতে সেরাদের তালিকায় ৯তম অবস্থানে চলে যায় দক্ষিণ আফ্রিকা।

ওডিআই বিশ্বকাপের জন্য সেরা ৮-এ প্রবেশ করতে হলে দক্ষিণ আফ্রিকার সামনে এখন অগ্নিপরীক্ষা। আসন্ন নেদারল্যান্ডসের বিপক্ষে ২-১ ব্যবধানে সিরিজ জয়ের পাশাপাশি শ্রীলঙ্কা এবং আয়ারল্যান্ডের বিপক্ষেও সিরিজ জিততে হতে পারে দক্ষিণ আফ্রিকাকে। উল্লেখ্য, গত বছর অস্ট্রেলিয়ার বিপক্ষে ওডিআই সিরিজ বাতিলের সিদ্ধান্ত নেয় দক্ষিণ আফ্রিকা। তবে পরে পুনরায় প্রোটিয়ারা সেই সিরিজ খেলতে চাইলে ম্যাচ পুনঃ নির্ধারণ করে পরিচালনা সম্ভব হয়নি। ফলশ্রুতিতে বিনা যুদ্ধে অস্ট্রেলিয়া ৩০ পয়েন্ট পেতে চলেছে। আর দক্ষিণ আফ্রিকা নিজেদের ভুল সিদ্ধান্তের কারণে আসন্ন ওডিআই বিশ্বকাপ লড়াই থেকে ছিটকে যাওয়ার পর্যায়ে দাঁড়িয়েছে।

About Author