Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

IND Vs NZ: শুভ ‘ম্যানের’ পরে বোলারদের তোলপাড়, তৃতীয় টি-টোয়েন্টিতে বিশ্ব রেকর্ড ভারতের

গতকাল নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে একাধিক রেকর্ডসহ ম্যাচ জিতেছে ভারত। টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে সর্বাধিক ব্যবধানে ম্যাচ জয়ের সাথে সাথে ভারতীয় ক্রিকেটার হিসেবে এক ইনিংসে সর্বাধিক রানের রেকর্ড তৈরি…

Avatar

গতকাল নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে একাধিক রেকর্ডসহ ম্যাচ জিতেছে ভারত। টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে সর্বাধিক ব্যবধানে ম্যাচ জয়ের সাথে সাথে ভারতীয় ক্রিকেটার হিসেবে এক ইনিংসে সর্বাধিক রানের রেকর্ড তৈরি হয়েছে গতকালকের ম্যাচে। আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে যেন ভারতীয় ক্রিকেটারদের রমরমা ছাড়া আর কিছুই চোখে পড়েনি ক্রিকেট প্রেমীদের। প্রথমে ব্যাট হাতে ভারতীয় ব্যাটসম্যানদের বিধ্বংসী ইনিংস এরপর বল হাতে বোলারদের ধ্বংসাত্মক পারফরমেন্স, সব মিলিয়ে নিউজিল্যান্ডকে উড়িয়ে দিয়ে ২-১ ব্যবধানে সিরিজ জিতেছে ভারত।

সিরিজের শেষ ম্যাচে প্রথমে ব্যাটিং করতে নেমে ভারত ঈশান কিষাণের উইকেট হারিয়ে মহাবিপদে পড়ে। তবে শুভমান গিল এবং রাহুল ত্রিপাঠির ঝড়ো ইনিংসে রীতিমতো দিশেহারা হয়ে পড়ে নিউজিল্যান্ডের অপ্রতিরোধ্য বোলিং লাইন-আপ। ফলশ্রুতিতে, ভারত নির্ধারিত ২০ ওভার ব্যাটিং শেষে ৪ উইকেট হারিয়ে ২৩৪ রানের বিশাল লক্ষ্য মাত্রা অর্জন করতে সক্ষম হয়। দলের হয়ে সর্বোচ্চ ১২৬ রানের অপরাজিত ইনিংস খেলে মাঠ ত্যাগ করেন শুভমান গিল। আপনাদের জানিয়ে রাখি, ভারতীয় ব্যাটসম্যান হিসেবে টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে এটাই কোন ব্যাটসম্যানের ব্যক্তিগত সর্বাধিক স্কোর।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

ইতিপূর্বে, আফগানিস্তানের বিপক্ষে ১২২ রানের অপরাজিত ইনিংস খেলে এই তালিকার শীর্ষে ছিলেন বিরাট কোহলি। এদিকে সিরিজের তৃতীয় ম্যাচে ভারতের দেওয়া ২৩৫ রানের বিশাল লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে একরকম তাসের ঘরের মতো ভেঙে পড়ে নিউজিল্যান্ড। মাত্র ৬৬ রানে সবকটি উইকেট হারিয়ে ফেলে স্বাগতিকরা। ফলশ্রুতিতে ১৬৮ রানের বিশাল ব্যবধানে ম্যাচ জিতে নেয় টিম ইন্ডিয়া। আপনাদের জানিয়ে রাখি, ১৬৮ রানে নিউজিল্যান্ডকে পরাজিত করে টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে সর্বাধিক রানের ব্যবধানে জয়ের মুকুট পড়েছে টিম ইন্ডিয়া।

About Author