Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

TV Actress: টিভির এই অভিনেত্রী শুধু তোয়ালে পরে সাহসী নাচ করলেন, তারপর প্রকাশ্যে পোশাক বদল করলেন

হিন্দি টেলিভিশন জগতের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী শ্রদ্ধা আরিয়া। ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী হলেও বড়পর্দা দিয়েই শুরু করেছিলেন তিনি। অভিনয়ের পাশাপাশি মডেলিং দুনিয়ার সাথেও জড়িত তিনি। হিন্দি টেলিভিশন জগতের অন্যতম বোল্ড অভিনেত্রীদের…

Avatar

হিন্দি টেলিভিশন জগতের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী শ্রদ্ধা আরিয়া। ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী হলেও বড়পর্দা দিয়েই শুরু করেছিলেন তিনি। অভিনয়ের পাশাপাশি মডেলিং দুনিয়ার সাথেও জড়িত তিনি। হিন্দি টেলিভিশন জগতের অন্যতম বোল্ড অভিনেত্রীদের মধ্যে একজন শ্রদ্ধা। বর্তমান প্রজন্মের মধ্যেও তার বেশ জনপ্রিয়তা রয়েছে। সেকথা অবশ্য আর আলাদাভাবে বলার অপেক্ষা রাখে না।

২০০৪ সাল থেকে এই অভিনয় জগৎ’এর সাথে যুক্ত তিনি। জি টিভির ট্যালেন্ট হান্ট শো ‘ ইন্ডিয়াস বেস্ট সিনেস্টার কি খোঁজ’এর হাত ধরেই এই ইন্ডাস্ট্রিতে পা রেখেছিলেন শ্রদ্ধা। তামিল ছবিতে অভিনয়ের সূত্র ধরেই ডেবিউ হয়েছিল শ্রদ্ধার। পরে ২০১১’তে একটি সাবানের বিজ্ঞাপনের মাধ্যমে টেলিভিশন জগৎ’এ পা রাখেন তিনি। এরপর লাইফ ওকেতে ‘তুমহারি পাখি’তে পাখির চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। এই পাখি চরিত্র অভিনেত্রীকে এক বিপুল পরিচিতি এনে দিয়েছিল ঘরে ঘরে। এরপর একাধিক টেলি ধারাবাহিকে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন শ্রদ্ধা। তবে এই মুহূর্তে নিজের অভিনয়ের সূত্র ধরে নয় একেবারে ভিন্ন একটি কারণে চর্চায় তিনি।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

এই মুহূর্তে নিজের বানানো রিল ভিডিওর সূত্র ধরেই চর্চায় অভিনেত্রী। সম্প্রতি তোয়ালে পরেই ক্যামেরার সামনে তিনি। সকলকে জানালেন কিভাবে রোজ দেরি হয় কাজে যাওয়ার জন্য। চান করার পর পুরোপুরি রেডি হওয়া পর্যন্ত কিভাবে আয়নার সামনে নিজেকে দেখতেই থাকেন তার কিছু ঝলক তুলে ধরেছেন নিজের এই রিল ভিডিওতে। মজার ছলেই এদিন এই ভিডিওটি বানিয়েছেন অভিনেত্রী, তা আর বুঝতে বাকি নেই কারোরই। বেশিরভাগের সাথেই এমন ঘটনা ঘটে থাকে। সেকথা অবশ্য আলাদাভাবে না বললেও চলে। নিজের বানানো এই মজাদার ভিডিওটির সূত্র ধরেই আপাতত নেটজনতার একাংশের মাঝে চর্চায় তিনি। অভিনেত্রীর এই কাণ্ড দেখে হাসছেন তার অনুরাগীরাও।

About Author