Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

Gold Price Rate Today: ব্যাপক দাম বাড়ল সোনার, বাড়ল রূপোও, জেনে নিন ১০ গ্রাম সোনার দর

শুরু হয়ে গিয়েছে নতুন বছর। ২০২৩ সালের আগমনে খুশির আবহাওয়া দেশজুড়ে। আজ ৩০ ই জানুয়ারি। এই মাঘ মাসে রয়েছে বিয়ের সিজন। তাই এখন সোনা রুপা কেনার প্রবণতা অনেকটাই বেড়ে যায়।…

Avatar

শুরু হয়ে গিয়েছে নতুন বছর। ২০২৩ সালের আগমনে খুশির আবহাওয়া দেশজুড়ে। আজ ৩০ ই জানুয়ারি। এই মাঘ মাসে রয়েছে বিয়ের সিজন। তাই এখন সোনা রুপা কেনার প্রবণতা অনেকটাই বেড়ে যায়। তবে গত বছরের শেষ থেকেই সোনার দাম বারংবার ওঠা নামা করছিল। এর আগে ২০২০ সালের আগস্টে, সোনা ৫৬,২০০ টাকা রেকর্ড করেছিল। এবার গত শুক্রবার থেকে ফের সোনার দাম ৫৭ হাজারের গণ্ডি পেরিয়ে গিয়েছে। বিয়ের মরশুমে মূল্যবান হলুদ ধাতুর এমন রেকর্ড দাম স্পর্শ রীতিমতো চিন্তায় ফেলেছে ব্যবসায়ীদের।

চলতি বছরের শুরুতে বিশেষজ্ঞরা জানিয়েছিলেন যে হলুদ ধাতুর দাম ৬২ হাজার ও রূপো ৮০ হাজারের গণ্ডি স্পর্শ করতে পারে। আর তাতেই চিন্তায় পড়েছিলেন সকলেই। তাই দাম বেড়ে যাওয়ার আগে এখন সোনা কেনার উপযুক্ত সময় বলে মনে করছেন অনেকেই। গুড রিটার্নসের আপডেট অনুযায়ী, সোমবার ৩০ জানুয়ারি কলকাতায় ২২ ক্যারাট গহনা সোনার দাম ৫২,৬৫০ টাকা প্রতি ১০ গ্রাম। গতকালের তুলনায় দামের পরিবর্তন হয়নি। অন্যদিকে ২৪ ক্যারাট সোনার দাম ৫৭,৪৪০ টাকা প্রতি ১০ গ্রাম। গত শুক্রবার এই দাম ছিল ৫৭,১৮৯ টাকা প্রতি ১০ গ্রাম। সোনার পাশাপাশি দাম বেড়েছে রুপোরও। সোমবার ৩০ জানুয়ারি কলকাতায় রূপোর দাম দাঁড়িয়েছে ৭২,৪০০ টাকা প্রতি কেজি। গতকাল দাম ছিল ৭২,২০০ টাকা।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

প্রসঙ্গত উল্লেখ্য, আপনি যদি ঘরে বসে সোনার দাম চেক করতে চান তাহলে একটি ফোন নাম্বারে মিসকল বা মেসেজ করলেই সমস্ত তথ্য জেনে নিতে পারবেন। ইন্ডিয়ান বুলিয়ন এন্ড জুয়েলার্স অ্যাসোসিয়েশনের মতে আপনি ৮৯৫৫৬৬৪৪৩৩ নম্বরে মিসকল করলে দাম চেক করতে পারবেন। এছাড়া ওই নম্বরে মেসেজ করলেও আপনাকে মেসেজে সমস্ত দাম জানিয়ে দেওয়া হবে।

About Author