Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

মারুতির এই সস্তা ৭ সিটার গাড়িতে রয়েছে অত্যাধুনিক প্রযুক্তি, জানুন গাড়ির দাম কত

বাজেট মূল্যের চার চাকার চাহিদা এখন তুঙ্গে দেশজুড়ে। তাই একাধিক কোম্পানি ভালো মাইলেজ এবং বাজেট মূল্যের গাড়ি বাজারে আনার চেষ্টা করছে। এই টার্গেটেড মার্কেটে এখন রাজ করছে মারুতি সুজুকি। টাটা…

Avatar

বাজেট মূল্যের চার চাকার চাহিদা এখন তুঙ্গে দেশজুড়ে। তাই একাধিক কোম্পানি ভালো মাইলেজ এবং বাজেট মূল্যের গাড়ি বাজারে আনার চেষ্টা করছে। এই টার্গেটেড মার্কেটে এখন রাজ করছে মারুতি সুজুকি। টাটা মোটরস, হুন্ডাই ও মাহিন্দ্রার মত ব্র্যান্ডকে পিছনে ফেলে দিয়ে এখন জনপ্রিয়তার শীর্ষে মারুতি সুজুকি। তবে অনেকের পরিবারের সদস্যের সংখ্যা বেশি থাকার জন্য তারা হ্যাচব্যাক কম্প্যাক্ট গাড়ি খুব একটা পছন্দ করেন না। তাদের চাহিদা অনুযায়ী প্রয়োজন হয় ৭ সিটার গাড়ি। আর ভারতের বাজারে খুব সস্তায় যেই কোম্পানি সেভেন সিটার গাড়ি এনেছে সে হল Maruti Suzuki। এই কোম্পানির Ertiga এর জনপ্রিয়তা রয়েছে ব্যাপক।

Maruti Suzuki Ertiga, যা একটি ৭ সিটের MPV, দ্বিতীয় সেরা বিক্রি হওয়া গাড়ি। এটি বিক্রয়ের দিক থেকে ২০২২ সালে ডিসেম্বরে অল্টো, ওয়াগনআর এবং সুইফটের মতো অনেক গাড়িকে পরাজিত করেছে। এটি ২০২২ সালের ডিসেম্বরে মোট ১২,২৭৩ ইউনিট বিক্রি হয়েছে, যা ২০২১ সালের ডিসেম্বরে বিক্রি হওয়া ১১,৮৪০ ইউনিটের চেয়ে ৪ শতাংশ বেশি। এই গাড়ির দাম ৮.৪১ লক্ষ টাকা থেকে শুরু হয় এবং এর টপ মডেলের দাম ১২.৭৯ লক্ষ টাকা (এক্স-শোরুম)।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

Maruti Ertiga গাড়িটি ১.৫-লিটার পেট্রোল ইঞ্জিন পায়। এটি ১০৩ PS পাওয়ার এবং ১৩৭ Nm টর্ক দেয়। এই গাড়িতে অ্যান্ড্রয়েড অটো এবং অ্যাপল কারপ্লে সহ ৭ ইঞ্চি টাচস্ক্রিন ইনফোটেইনমেন্ট সিস্টেম থাকবে। এছাড়াও প্যাডেল শিফটার (শুধুমাত্র AT), ক্রুজ কন্ট্রোল, অটো হেডলাইট, অটো ক্লাইমেট ইত্যাদি অত্যাধুনিক সুবিধা পাওয়া যাবে। এতে ব্রেক অ্যাসিস্ট, রিয়ার পার্কিং সেন্সর, EBD এর মত বৈশিষ্ট্যসহ ABS সিস্টেম পাওয়া যায়। এটি ISOFIX চাইল্ড সিট অ্যাঙ্করেজও পায়। এর শীর্ষ ভেরিয়েন্টে দুটি অতিরিক্ত এয়ারব্যাগ থাকবে।

About Author