Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

Subhashree-Dev: কবে বিয়ে করছো? দেবকে সটাং প্রশ্ন করলেন শুভশ্রী

দেব-শুভশ্রীর প্রেম ছিল টলিউডের অন্যতম ওপেন সিক্রেট। মিডিয়ার সামনে নিজেদের সম্পর্ক নিয়ে কথা না বললেও সকলেই জানতেন তাদের সম্পর্কের কথা। সেই নিয়ে মিডিয়ার পাতাতেও কম চর্চা হয়নি। তবে পরে তাদের…

Avatar

দেব-শুভশ্রীর প্রেম ছিল টলিউডের অন্যতম ওপেন সিক্রেট। মিডিয়ার সামনে নিজেদের সম্পর্ক নিয়ে কথা না বললেও সকলেই জানতেন তাদের সম্পর্কের কথা। সেই নিয়ে মিডিয়ার পাতাতেও কম চর্চা হয়নি। তবে পরে তাদের সেই সম্পর্ক ভেঙে যায়। বড়পর্দা থেকে অনেকটাই দূরে সরে যান অভিনেত্রী। একটা লম্বা বিরতির পর কামব্যাকও করেছিলেন তিনি। এখন তিনি রাজ চক্রবর্তীর পরিণীতা। একমাত্র ছেলে ইউভানকে নিয়ে চুটিয়ে কাজের পাশাপাশি সংসারও করছেন তারা। তবে এই মুহূর্তে আবারো দেব-শুভশ্রী মিডিয়ার পাতায় একইসাথে চর্চিত হচ্ছেন।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ার পাতায় বেশ কয়েকবছর আগেকার একটি ভিডিও ভাইরাল হতে দেখা গিয়েছে। ভিডিওটি টেলিভিশনের অন্যতম জনপ্রিয় রিয়্যালিটি শোয়ের একটি ঝলক। ঝলকটি শাশ্বত চট্টোপাধ্যায় সঞ্চালিত জি বাংলার ‘অপুর সংসার’এর। সেখানেই শাশ্বত চট্টোপাধ্যায়ের একটি প্রশ্নে অভিনেত্রী যা উত্তর দিলেন, তা শুনে কথা বন্ধ হয়ে যায় অভিনেতার। এমন কি বলেছিলেন তিনি?

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

ভিডিওতে অভিনেতা শুভশ্রীকে প্রশ্ন করেছিলেন, যদি তিনি দেবকে সামনে পেতেন তাহলে একজন পেজ থ্রি সাংবাদিক হিসেবে কি প্রশ্ন করতেন! এর উত্তরেই অভিনেত্রী জানান, তিনি অভিনেতাকে জিজ্ঞাসা করতেন তার বয়স কত হল? তিনি বিয়ে কবে করছেন? আর তার অভিনীত ‘ধূমকেতু’ কবে মুক্তি পাচ্ছে? অভিনেত্রীর এই সমস্ত প্রশ্ন শুনে হাসতে হাসতে চুপ করে যেন অভিনেতা। এরপর ক্যামেরার দিকে তাকিয়েই মজার ফলে দেবের উদ্দেশ্যে বলেন, এর জবাব তার চাই। পাশাপাশি অভিনেত্রী এও জানান, সকলের মধ্যে রাজ চক্রবর্তীকে তার সবথেকে বেশি হট লাগে। উল্লেখ্য, অভিনেত্রী তখনও রাজ চক্রবর্তীর সাথে সাত পাক ঘোরেন নি। সম্প্রতি এই ভিডিওটি ভাইরাল হওয়ার পর থেকেই পুনরায় দেব-শুভশ্রী চর্চার আলো টেনেছেন নিজেদের দিকে।

এই মুহূর্তে দেব তুমুল চর্চায় রয়েছেন নিজের সাম্প্রতিক মুক্তিপ্রাপ্ত ছবি ‘প্রজাপতি’ নিয়ে। তার এই ছবি রীতিমতো বক্সঅফিস কাঁপিয়ে দিয়েছে। দর্শকদের কাছ থেকেও মিলেছে আশানুরূপ প্রতিক্রিয়া। অন্যদিকে শুভশ্রী অভিনীত ‘বিসমিল্লা’তে তার অভিনয় ছিল নজরকাড়া। ছবিতে তার বিপরীতে দেখা মিলেছিল বর্তমান প্রজন্মের অন্যতম প্রতিভাবান অভিনেতা ঋদ্ধি সেনের। গতবছর মুক্তি পেয়েছিল ছবিটি। তবে এই মুহূর্তে নিজের সাম্প্রতিক মুক্তিপ্রাপ্ত ছবি ‘ডাঃ বক্সী’র সূত্র ধরে চর্চিত শুভশ্রী। ছবিতে শুভশ্রীর পাশাপাশি রয়েছেন পরমব্রত চট্টোপাধ্যায় ও বনি সেনগুপ্তর মতো জনপ্রিয় অভিনেতারা।

About Author