Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

Horoscope: ২৭’শে জানুয়ারি এই তিন রাশির জাতক-জাতিকাদের ফিরবে ভাগ্যে, চারদিক থেকে অর্থের বৃষ্টি হবে

চলতি মাসের ২৭'শে তারিখে ভাগ্য ফিরবে তিন রাশির জাতক-জাতিকাদের। মিথুন, মকর, কুম্ভ। জেনে নিন বিস্তারিত। ১) মিথুন- ২৭'শে জানুয়ারি ভালো যাবে এই রাশির জাতক-জাতিকাদের। কর্মক্ষেত্রে দিন শুভ যাবে। হবে অগ্রগতিও।…

Avatar

চলতি মাসের ২৭’শে তারিখে ভাগ্য ফিরবে তিন রাশির জাতক-জাতিকাদের। মিথুন, মকর, কুম্ভ। জেনে নিন বিস্তারিত।

১) মিথুন- ২৭’শে জানুয়ারি ভালো যাবে এই রাশির জাতক-জাতিকাদের। কর্মক্ষেত্রে দিন শুভ যাবে। হবে অগ্রগতিও। সাক্ষাৎ হতে পারে কাছের মানুষদের সাথেও। স্বাস্থ্য সম্পর্কে হতে হবে আরো একটু বেশি সচেতন। প্রাপ্তি যোগ বর্তমান। বজায় থাকবে সম্মান ও সামাজিক প্রতিপত্তি। হবে অর্থ লাভ।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

২) মকর- নিজের লক্ষ্য পূরণের স্বার্থে এই রাশির জাতক জাতিকাদের কঠোর পরিশ্রম করতেই হবে। কারোর থেকে উপদেশ গ্রহণ করার পর তা নিজের জীবনে প্রয়োগ করতে হবে খুব সহজ পদ্ধতিতে, তা না হলেই ভুল হওয়ার সম্ভাবনা রয়েছে। সৃজনশীল কাজে সাফল্য আসবে। কর্মক্ষেত্রে উন্নতির যোগ। ক্ষমতাবান মহল থেকে সুযোগ-সুবিধা পাওয়ার সম্ভাবনা বর্তমান।

৩) কুম্ভ- এই রাশির জাতক-জাতিকারা যদি এদিন নিজের কর্মক্ষেত্র পরিবর্তন করতে মনস্থির করেন, তাহলে সেক্ষেত্রে ভালো সুযোগ আসবে। এই রাশির জাতক-জাতিকাদের রাশির অবস্থান সূর্যের সাথে হওয়ায় আর্থিক লাভের সম্ভাবনা তুঙ্গে। যেকোন ক্ষেত্রে নিজের কঠোর পরিশ্রম ও প্রচেষ্টা বজায় রাখতে হবে। এদিন কর্মক্ষেত্রে বেতন বৃদ্ধি কিংবা পদোন্নতির সুযোগ থাকবে।

About Author