শিখর ধাওয়ান ও মহেন্দ্র সিং ধোনি ভারতীয় ক্রিকেটে একজন পরিচিত এস.ডি ও অপরজন এম.এস.ডি নামে মাঠের ভিতরেও অত্যন্ত ভালো সম্পর্ক এই দুই ক্রিকেটারের। চ্যাম্পিয়নস ট্রফিতে শিখরের সাফল্যের পিছনে একটা বড়ো অবদান আছে ধোনির এটা অনেকেই স্বীকার করে।
ক্রিকেট থেকে সাময়িক বিশ্রাম নিয়ে খোলামেলা আলোচনায় মেতে উঠেছিলেন শিখর ধাওয়ান। সেখানেই সাংবাদিকের করা এক প্রশ্নে ভারতীয় দলের এই ওপেনার বললেন ‘ধোনি দেশের অন্যতম সেরা ক্যাপ্টেন কখন কোন সিদ্ধান্ত নিতে হবে সেটা অনেকের থেকেই ভালো বোঝেন ধোনি। তাই তিনি নিজে কবে অবসর নেবেন সেই সিদ্ধান্ত ও ধোনি নিজে নেবেন সে বিষয়ে অন্যদের বেশি না মাতলেও চলবে।’
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowসম্প্রতি ধোনির অবসর নিয়ে বিস্তর জল ঘোলা হয় ভারতীয় ক্রিকেটে সমর্থক থেকে মিডিয়া এছাড়াও প্রাক্তন অনেক ক্রিকেটার কে এ বিসষয়ে নিজেদের মত পোষণ করতে দেখা যায়। অনেকেরই ধারণা ধোনির এবার অবসর নিয়ে নেওয়া উচিৎ সেই দলে না গিয়ে শিখর ধোনির অবসরের সিদ্ধান্ত ধোনির উপরই ছেড়ে দিতে বললেন।