প্রায় ৩০ বছর ধরে ভারতে বিক্রি হওয়া দুই চাকার যান হিরো স্প্লেন্ডার। এই বাইকটি ১৯৯৪ সালের লঞ্চ হয়েছিল এবং এখনো পর্যন্ত ভারতের সবথেকে জনপ্রিয় বাইক হিসেবে তালিকা এক নম্বরে রয়েছে এটি। এই বাইকের মাইলেজ অত্যন্ত বেশি এবং এই বাইক রাখতেও খুব একটা বেশি খরচ করতে হয় না। এই কারণে আজকের দিনে দাঁড়িয়েও হিরো স্প্লেন্ডার ভারতের সবথেকে জনপ্রিয় বাইক। ২৮ বছর ধরে হিরো স্প্লেন্ডার বিভিন্ন আপডেট নিয়ে ভারতে লঞ্চ হয়েছে। সেগমেন্টের হিসেবে বেশ কিছু নতুন নতুন আপডেট যুক্ত করা হয়েছে পুরনো হিরো স্প্লেন্ডার এর সঙ্গে। ভবিষ্যতবাদী ইঞ্জিন থাকার পাশাপাশি নতুন অবতারে সকলের মধ্যে বেশ জনপ্রিয়তা লাভ করেছে হিরো স্প্লেন্ডার।
এই মুহূর্তে ভারতের বাজারে হিরো স্প্লেন্ডার বাইক এর দাম ৭২,০৭৬ টাকা। তবে এখন আর পুরনো হিরো স্প্লেন্ডার আপনারা পাবেন না। বর্তমানে এই বাইকের নাম দেওয়া হয়েছে হিরো স্প্লেন্ডার প্লাস। এই বাইকে এখন ১০০ সিসি সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন পাওয়া যায়। এই বাইকে ইলেকট্রিক এবং কিক স্টার্ট দুটি অপশন রয়েছে। তার পাশাপাশি অ্যাডভান্সড প্রোগ্রাম ফুয়েল ইনজেকশন ফুয়েল সিস্টেম পাওয়া যায় এই বাইকে। এই বাইকটি তিনটি বিকল্প মডেলের সাথে ভারতের লঞ্চ হয় এবং ৭২ হাজার টাকার কম দামের মধ্যে এই বাইক আপনারা পেয়ে যাচ্ছেন।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowস্প্লেন্ডার প্লাস এর BS6 মডেলের ফুয়েল ট্যাংক ক্যাপাসিটি ৯.৮ লিটারের এবং হিরো দাবি করে এই বাইকটি ৭০ কিলোমিটার প্রতি লিটার পর্যন্ত মাইলেজ দিতে পারে। যদিও আদতে কিন্তু মাইলেজ কিছুটা হলেও কম হতে পারে। হিরো স্প্লেন্ডার প্লাস এর ইঞ্জিন কাটঅফ, থ্রোটল পজিশন সেন্সর এবং ইনস্ট্যান্ট পিকআপ ও হাই টেম্পারেচার কন্ট্রোলের মতো ফিচার রয়েছে। এই বাইকে i3S সিস্টেম দেওয়া হয়েছে যা ইঞ্জিনকে অতিরিক্ত শক্তি খরচ করতে দেয় না। এছাড়াও এই বাইকে রয়েছে একটি টেলিস্কোপিক হাইড্রোলিক শক অ্যবজরবার এবং পিছনের দিকে আছে ফাইভ স্টেপ এডজাস্টেবল হাইড্রোলিক শক অ্যাবজরবার। ব্রেকিং এর জন্য সামনে এবং পিছনে রয়েছে ১৩০ মিলিমিটার ড্রাম ব্রেক।