আসন্ন আইপিএলের আসরকে উদ্দেশ্য করে ইতিমধ্যে অনুশীলন শুরু করেছেন মহেন্দ্র সিং ধোনি। আর অনুশীলনে যাওয়ার সময় ক্যামেরার চোখে ধরা পড়েছে মহেন্দ্র সিং ধোনির নতুন লুক। যেখানে একেবারে ধবধবে এক গাল সাদা দাড়ি আর মাথা ভর্তি কালো চুলের সংমিশ্রণে দেখা গেছে তাকে। নতুন লুকেও ধোনি বরাবরের মতো চমকে দিয়েছেন তার অনুগামীদের। বুড়ো সাজতে চাইলেও নতুন লুকে দেখা গেছে তাঁর গ্ল্যামার কমেনি এতোটুকুও। নেট প্রেমিরা মনে করছেন, মহেন্দ্র সিং ধোনির ‘সল্ট এন্ড পেপার’ লুক এখনও ঘুম উড়িয়ে দিতে পারে ২২ বছরের তরুণীর।New look of MS Dhoni during the practice session ahead of IPL 2023 pic.twitter.com/5V7qARShxp
— Johns. (@CricCrazyJohns) January 20, 2023
MS Dhoni: ‘সল্ট এন্ড পেপার লুকে’ ভাইরাল এম এস ধোনি, বুড়ো সাজার চেষ্টা করলেও চেহারার চমক নজরকাড়া
ভারতীয় ক্রিকেটে মহেন্দ্র সিং ধোনি এক বিরাট ব্যক্তিত্ব। দেশের জার্সিতে ভারতের ঝুলিতে দিয়ে গেছেন দুটি বিশ্বকাপ ও একটি চ্যাম্পিয়ন্স ট্রফির মতো শিরোপা। এছাড়া ক্রিকেটের সমস্ত ফরম্যাটে দলকে নিয়ে গেছেন শীর্ষ…

আরও পড়ুন