Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

Gold Price Record Hike: রেকর্ড দাম বাড়লো সোনা ও রুপার, ৫৮ হাজারে বিকোচ্ছে সোনা

শুরু হয়ে গিয়েছে নতুন বছর। ২০২৩ সালের আগমনে খুশির আবহাওয়া দেশজুড়ে। আজ ২০ ই জানুয়ারি। সামনের মাঘ মাসে রয়েছে বিয়ের সিজন। তাই এখন সোনা রুপা কেনার প্রবণতা অনেকটাই বেড়ে যায়।…

Avatar

শুরু হয়ে গিয়েছে নতুন বছর। ২০২৩ সালের আগমনে খুশির আবহাওয়া দেশজুড়ে। আজ ২০ ই জানুয়ারি। সামনের মাঘ মাসে রয়েছে বিয়ের সিজন। তাই এখন সোনা রুপা কেনার প্রবণতা অনেকটাই বেড়ে যায়। তবে গত বছরের শেষ থেকেই সোনার দাম বারংবার ওঠা নামা করছিল। গত তিনদিন পর পর দাম কমার পর আজ শুক্রবার ফের দাম বেড়েছে মূল্যবান হলুদ ধাতুর। এমনকি সোনার দাম ৫৮ হাজারের গণ্ডি পেরিয়েছে। বুলিয়ান বাজারে এটি সোনার সর্বোচ্চ দাম। তবে আজ কততে বিকোচ্ছে মূল্যবান ধাতু? জানতে এই প্রতিবেদনটি অবশ্যই সম্পূর্ণ পড়ুন।

বিয়ের সিজনে যারা সোনা কিনতে চান, তাদের কাছে এই খবর অত্যন্ত হতাশাজনক। বিশেষজ্ঞদের মতে সোনার দাম ৬২ হাজারের গন্ডি স্পর্শ করতে পারে। শুক্রবার, মাল্টি-কমোডিটি এক্সচেঞ্জে (MCX) বিকেলে সোনা ১৩২ টাকা বেড়ে ৫৬,৬৭৮ টাকা প্রতি ১০ গ্রাম পৌঁছেছে। একইভাবে রূপার দাম ৫২৫ টাকা বেড়ে ৬৮,৮৯০ টাকায় দেখা গেছে।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

প্রসঙ্গত উল্লেখ্য, আপনি যদি ঘরে বসে সোনার দাম চেক করতে চান তাহলে একটি ফোন নাম্বারে মিসকল বা মেসেজ করলেই সমস্ত তথ্য জেনে নিতে পারবেন। ইন্ডিয়ান বুলিয়ন এন্ড জুয়েলার্স অ্যাসোসিয়েশনের মতে আপনি ৮৯৫৫৬৬৪৪৩৩ নম্বরে মিসকল করলে দাম চেক করতে পারবেন। এছাড়া ওই নম্বরে মেসেজ করলেও আপনাকে মেসেজে সমস্ত দাম জানিয়ে দেওয়া হবে।

About Author