Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

১৭ লাখ টাকার Tata Nexon EV পেয়ে যাবেন মাত্র ৪ লাখ টাকায়, জানুন কিভাবে?

বর্তমান যুগে ইলেকট্রিক গাড়ি বাইক ব্যবহারের প্রবণতা ক্রমেই বৃদ্ধি পাচ্ছে। আসলে ফিউচার যে এই ইলেকট্রিক তা বুঝতে পেরেছেন সকলেই। তাইতো একের পর এক কোম্পানি বিভিন্ন আকর্ষণীয় এবং অত্যাধুনিক ইলেকট্রনিক ট্রান্সপোর্ট…

Avatar

বর্তমান যুগে ইলেকট্রিক গাড়ি বাইক ব্যবহারের প্রবণতা ক্রমেই বৃদ্ধি পাচ্ছে। আসলে ফিউচার যে এই ইলেকট্রিক তা বুঝতে পেরেছেন সকলেই। তাইতো একের পর এক কোম্পানি বিভিন্ন আকর্ষণীয় এবং অত্যাধুনিক ইলেকট্রনিক ট্রান্সপোর্ট প্রডাক্ট বাজারে লঞ্চ করছে। এই ভারতীয় মার্কেটে টাটা, মাহিন্দ্রা ইত্যাদি কোম্পানি একের পর এক ব্যাপক ইলেকট্রিক গাড়ি লঞ্চ করে চলেছে। তার মধ্যে যেই গাড়ি ব্যাপক জনপ্রিয় তা হল টাটা নেক্সন ইভি।

আপনারা সকলেই হয়তো জানেন যে ইলেকট্রিক গাড়ির প্রারম্ভিক মূল্য অন্যান্য গাড়ির তুলনায় বেশি হলেও লং টার্ম ইউজের ক্ষেত্রে এই ইলেকট্রিক গাড়ি ব্যাপক লাভবান হয়। ভারতের বাজারে অন্যতম জনপ্রিয় টাটা নেক্সন ইভি গাড়িটির প্রারম্ভিক মূল্য প্রায় ১৪ লাখ টাকা থেকে শুরু। কিন্তু এই গাড়ির সবচেয়ে বেশি বিক্রি হওয়া মডেলটির এক্স শোরুম মূল্য ১৬.৫০ লাখ টাকা। দিল্লিতে এই গাড়ি অন রোড প্রায় ১৭ লাখ টাকায় আসে। তবে আপনাকে আজকের এই প্রতিবেদনে জানাবো আপনি কি করে এই ১৭.৫০ লাখ টাকার গাড়ি পেয়ে যাবেন মাত্র ৪ লাখ টাকায়। জানতে এই প্রতিবেদনটি অবশ্যই সম্পূর্ণ পড়তে হবে।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

ইলেকট্রিক গাড়ি কেনার জন্য কেন্দ্র সরকার এবং রাজ্য সরকার উভয় সাবসিডি দেয়। কেন্দ্র সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ ৩ লাখ টাকা পর্যন্ত সাবসিডি পাওয়া যায়। যারা রাজ্য সরকারের ট্যাক্স বাবদ খরচের কথা বিচার করে দিল্লিতে এই গাড়িতে ১.২-১.৫ লাখ টাকা সাশ্রয় হবে। সুতরাং দিল্লিতে এই গাড়িটি কিনলে সাবসিডি বাবদ কেন্দ্র এবং রাজ্য সরকারের থেকে আপনি প্রায় ৪.৫ লাখ টাকা অব্দি ছাড় পেয়ে যাবে। এতে আপনার গাড়িটি কিনতে খরচ হবে ১২ লাখ টাকা। তবে এই গাড়ির জন্য আপনার খরচ পড়বে মাত্র ৪ লাখ টাকা। কি করে?

আসলে এই টাটা নেক্সন ইভি গাড়ি চালানোর জন্য প্রতি কিলোমিটার ১.৬ টাকা করে খরচ হয়। আর এই গাড়িতে ব্যাটারির জন্য ১ লাখ ৬০ হাজার কিলোমিটার অব্দি ওয়ারেন্টি পাওয়া যায়। সুতরাং এই ১৬ হাজার কিলোমিটার চলতে টাটা nexon ইভি খরচ করবে ২.৫২ লাখ টাকা। এই জায়গায় আপনার কাছে যদি একটি পেট্রোল গাড়ি থাকতো তাহলে আপনার ১.৬ লাখ কিলোমিটার গাড়ি চালাতে খরচ হত ১১.২০ লাখ টাকা। সুতরাং আপনি ইভি গাড়ি চালিয়ে সাশ্রয় করছেন ৮ লাখ টাকার কাছাকাছি। ১২ লাখ টাকা দিয়ে গাড়ি কিনে ৮ লাখ টাকা সাশ্রয় করা মানে, আপনার গাড়ি কিনতে খরচা হচ্ছে মাত্র ৪ লাখ টাকা।

About Author