Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

Gold Price 18th January: একধাক্কায় সোনার দাম ৩৪০০ টাকা কমল বুলিয়ান বাজারে, জেনে নিন সোনার সর্বশেষ রেট

আজ, ১৮ জানুয়ারি বুধবার বুলিয়ন বাজারে সোনার দামে বড় পতন হয়েছে। সোনার দাম এই পতনের পর বাজারে সোনার চাহিদা তুঙ্গে রয়েছে। গত কয়েকদিন ধরেই স্বর্ণের দামে লাগাতার ওঠানামা দেখা যাচ্ছে।…

Avatar

আজ, ১৮ জানুয়ারি বুধবার বুলিয়ন বাজারে সোনার দামে বড় পতন হয়েছে। সোনার দাম এই পতনের পর বাজারে সোনার চাহিদা তুঙ্গে রয়েছে। গত কয়েকদিন ধরেই স্বর্ণের দামে লাগাতার ওঠানামা দেখা যাচ্ছে। বিয়ের মরসুমের আগে, আপনার কাছে খুব সস্তা দামে সোনা কেনার দুর্দান্ত সুযোগ রয়েছে। আসলে বছরের শুরুতে সোনার দাম রেকর্ড উচ্চতায় পৌঁছেছিল। এরপর দাম কমাতে ব্যাপক স্বস্তিতে সাধারণ মানুষ। আজকের এই প্রতিবেদনে জেনে নিন সোনা ও রুপার দাম কত আজকে।

বুলিয়ন বাজারে সোনার দাম কমার পর বুধবার ২২ ক্যারেট সোনার দাম প্রতি দশ গ্রাম ৫২ হাজার টাকায় পৌঁছেছে। GoodReturns ওয়েবসাইট অনুসারে, এর আগে, বাজার খোলার সাথে সাথে প্রতি ১০ গ্রাম সোনার দামে ২০০ টাকা পতন দেখা গিয়েছিল। মঙ্গলবার বাজারে সোনার দামের কোনো পরিবর্তন হয়নি। অন্যদিকে, এর আগে সোমবার সোনার দামে প্রতি দশ গ্রাম ১৯০ টাকা বাড়তে দেখা গেছে। অন্যদিকে, আজ বুধবার ২৪ ক্যারেট সোনার দামেও বড় ধরনের পতন দেখা গেছে। বুধবার বাজার খোলার আগে ২৪ ক্যারেট সোনার দাম প্রতি ১০ গ্রাম ছিল ৫৬,৯৫০ টাকা। এরপর প্রতি ১০ গ্রাম সোনার দাম ২২০ টাকা কমে বিক্রি হচ্ছে ৫৬,৭৩০ টাকায়। ২০২০ সালে সোনা সর্বোচ্চ পৌঁছেছিল। সেই হিসাবে আজকের দাম ৩৪০০ টাকা কমেছে।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

প্রসঙ্গত উল্লেখ্য, আপনি যদি ঘরে বসে সোনার দাম চেক করতে চান তাহলে একটি ফোন নাম্বারে মিসকল বা মেসেজ করলেই সমস্ত তথ্য জেনে নিতে পারবেন। ইন্ডিয়ান বুলিয়ন এন্ড জুয়েলার্স অ্যাসোসিয়েশনের মতে আপনি ৮৯৫৫৬৬৪৪৩৩ নম্বরে মিসকল করলে দাম চেক করতে পারবেন। এছাড়া ওই নম্বরে মেসেজ করলেও আপনাকে মেসেজে সমস্ত দাম জানিয়ে দেওয়া হবে।

About Author