Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

আপনার যদি কন্যা থাকে, তাহলে SBI দিচ্ছে পুরো ১৫ লক্ষ টাকা, জানুন কী করে পাবেন এই টাকা

কারোর পরিবারে যদি কন্যা সন্তান থাকে তাহলে তিনি সবসময়ই তার কন্যার ভবিষ্যৎ নিয়ে চিন্তিত থাকেন। তবে আজকের দিনে দাঁড়িয়ে আর ভারতের মানুষকে চিন্তা করার খুব একটা কারণ নেই। ভারত সরকার…

Avatar

কারোর পরিবারে যদি কন্যা সন্তান থাকে তাহলে তিনি সবসময়ই তার কন্যার ভবিষ্যৎ নিয়ে চিন্তিত থাকেন। তবে আজকের দিনে দাঁড়িয়ে আর ভারতের মানুষকে চিন্তা করার খুব একটা কারণ নেই। ভারত সরকার এই মুহূর্তে বহু ব্যাংকের মাধ্যমে একটি প্রকল্প চালু করেছে যার মাধ্যমে ভারতের মেয়েদের ভবিষ্যৎ সুরক্ষিত করা যাবে। এই প্রকল্পের নাম দেওয়া হয়েছে সুকন্যা সমৃদ্ধি যোজনা এবং সম্প্রতি স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় এই প্রকল্পের কাজ শুরু হয়ে গিয়েছে। এসবিআই এর তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে, যদি আপনার বাড়িতে কন্যা সন্তান থাকে তাহলে আপনিও এই প্রকল্পের মাধ্যমে ১৫ লক্ষ টাকা গ্রহণ করতে পারেন। কন্যার বয়স যদি ১০ বছরের কম হয় তবে এই প্রকল্পের সুবিধা নেওয়া যেতে পারে। এই প্রকল্পের মাধ্যমে আপনি নিজের কন্যা সন্তানের ভবিষ্যৎ সুরক্ষিত রাখতে পারেন।

সুকন্যা সমৃদ্ধি যোজনা এই মুহূর্তে ভারত সরকারের সব থেকে বেশি সুদ দেওয়া যোজনা। এই যোজনায় বর্তমানে সরকার সুদের হার অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিয়েছে। জানুয়ারি থেকে মার্চ কোয়াটারের জন্য এই প্রকল্পের সুদের হার ৭.৬ শতাংশ হতে চলেছে বলে জানা যাচ্ছে। এই সুদ সম্পূর্ণরূপে সরকার সমর্থিত এবং সেই কারণেই ভারতের সাধারণ মানুষের জন্য এই প্রকল্প বেশি লাভজনক হয়ে উঠতে পারে। এই প্রকল্পটি একটি মেয়ের পিতামাতাকে তার ভবিষ্যত সুরক্ষিত করতেও সাহায্য করে।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

এই প্রকল্পের অধীনে, অভিভাবকের মাধ্যমে ১০ বছরের কম বয়সী মেয়ে শিশুর নামে সুকন্যা সমৃদ্ধি যোজনা অ্যাকাউন্ট খোলা যেতে পারে। মেয়ে শিশুর বয়স ১৮ হলেই সে নিজে অ্যাকাউন্ট হোল্ডার হয়ে যাবে। একটি পরিবারের সর্বোচ্চ দুই মেয়ের জন্য এই অ্যাকাউন্ট খোলা যাবে। তবে যদি কোনো পরিবারে এক জোড়া যমজ বা তিমোজ কন্যা থাকে তাহলে, দুটির বেশি অ্যাকাউন্ট খোলা যেতে পারে।

সুকন্যা সমৃদ্ধি যোজনা অ্যাকাউন্ট যে কোনও ব্যাঙ্ক বা পোস্ট অফিসে খোলা যেতে পারে এবং সহজেই অন্য ব্যাঙ্কের শাখা বা পোস্ট অফিসে স্থানান্তর করা যেতে পারে। এই স্কিমে বিনিয়োগের সময়কাল ১৫ বছর এবং মেয়াদপূর্তির সময়কাল ২১ বছর। একটি আর্থিক বছরে এই অ্যাকাউন্টে সর্বাধিক ১.৫ লক্ষ টাকা জমা করা যেতে পারে। পাশাপশি, এই অ্যাকাউন্ট খুললে একাউন্ট হোল্ডাররা আয়কর আইনের ক্ষেত্রেও অতিরিক্ত ছাড়ের সুবিধা পেয়ে থাকেন।

About Author