আধুনিক ডিজিটাল জীবনে আট থেকে আশি এখন সকলের কাছেই স্মার্টফোন এবং ইন্টারনেট পরিষেবা থাকে। ইন্টারনেট জগত এখন বিশ্বের এক প্রান্তে বসে থাকার কোন মানুষের সাথে অন্য প্রান্তের যোগাযোগ মুহূর্তের মধ্যে করিয়ে দিতে পারে। ইন্টারনেট দুনিয়াতে মাঝে মাঝে এমন কিছু দেখা যায় যা দেখে চক্ষু চড়কগাছ হতে বাধ্য হয় সাধারণ মানুষের। বিশেষ করে বিভিন্ন সোশ্যাল মিডিয়া সাইটে রকমারি ভিডিও ভাইরাল হয়। মাঝে মাঝে এই ভাইরাল ভিডিওর তালিকায় জায়গা করে নেয় বিভিন্ন মানুষের প্রতিভার ভিডিও। আবার কখনো কখনো ভাইরাল হয়ে যায় বিভিন্ন হাসির ভিডিও।
এই ভাইরাল ভিডিওতে মাঝে মাঝে জায়গা করে নেয় বিভিন্ন ধরনের নাচের ভিডিও। বর্তমানে একটি গান ব্যাপক জনপ্রিয়তা পাচ্ছে যাতে প্রচুর মানুষ রিল ভিডিও বানিয়ে সোশ্যাল মিডিয়াতে পোস্ট করছেন। গানটির নাম, ‘হর হর শম্ভু’। ‘ হর হর শম্ভু’ গানটি আজকাল ট্রেন্ডিং। শিশু, বৃদ্ধ, শিক্ষক ও বড় শিল্পীরা এই গানে ভিডিও বানিয়ে সোশ্যাল মিডিয়াতে পোস্ট করছেন। সম্প্রতি এরকমই একটি মিষ্টি ভিডিও সোশ্যাল মিডিয়াতে ব্যাপক ভাইরাল হয়েছে, যা নিয়ে আজকের এই প্রতিবেদন।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowভাইরাল হওয়া ভিডিওতে দেখা গিয়েছে যে একজন স্কুল শিক্ষিকা ক্লাসে বাচ্চাদের সাথে ‘হর-হর শম্ভু’ গানে একটি দুর্দান্ত নাচ করছেন। একই সঙ্গে শিশুদেরও দেখা যায় নারী শিক্ষকের সঙ্গে তাল মেলাতে। ভিডিওটি দেখার পর আপনিও তার প্রশংসা করতে বাধ্য হবেন। এই ভিডিওটি @Abhilipsaapanda নামে একটি অ্যাকাউন্টের মাধ্যমে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম টুইটারে শেয়ার করা হয়েছে। এই ভিডিওটি এখন পর্যন্ত প্রায় ৬ লাখের কাছাকাছি ভিউ পেয়েছে। একইসঙ্গে এই ভিডিওটিতে লাইক করেছেন ৭ হাজারের বেশি মানুষ। জানা গিয়েছে, এই ভিডিওটি কর্নাটকের একটি সরকারি স্কুলের।
कर्नाटक के एक सरकारी विद्यालय का 'दृश्य'
वीडियो में अध्यापिका प्राइमरी के छोटे-छोटे बच्चों को “हर हर शंभू” गीत पर बहुत सुंदर तरीके से नृत्य करना सिखा रही है …!
https://t.co/VQdfudWxGL pic.twitter.com/ihO4RYlJCk— Abhilipsa Panda (@Abhilipsaapanda) January 15, 2023