সাম্প্রতিক ভাইরাল হওয়া লুকে অভিনেত্রী একেবারে বোল্ড সাজে উপস্থিত হয়েছিলেন সোশ্যাল মিডিয়ার পাতায়। সোনালী চুলে একেবারে যেন কোন এক বিদেশী কন্যা ধরা দিয়েছেন ক্যামেরার সামনে। স্কিন টাইট, স্কিন রঙের ঝকমকে পোশাকে ছিলেন অভিনেত্রী। এই পোশাকে তার শরীরের প্রতিটি ভাঁজ ছিল স্পষ্ট। পায়ে লং হাই হিলও ছিল তার। নুড মেকাপে এদিন ক্যামেরার সামনে দেখা মিলেছে নোরার। তার হাবে-ভাবে ছিল বোল্ডনেসের ছাপ স্পষ্ট, যা স্বাভাবিকভাবেই তাপমাত্রা বাড়িয়েছে গোটা নেটদুনিয়ার। হৃদস্পন্দন বাড়িয়েছে ভক্তদেরও, অবশ্য তার ঝলক রয়েছে কমেন্টবক্সেই। সাম্প্রতিক কোন বোল্ড ফটোশুটের সূত্রেই এই লুকে দেখা দিয়েছিলেন তিনি, তা অবশ্য আর আলাদাভাবে বলে দেওয়ার অপেক্ষা রাখছে না।
Nora Fatehi: এ কেমন পোশাকে নোরা! সোনালী চুলে যেন কোন এক বিদেশীনির দেখা পেল গোটা নেটদুনিয়া
নোরা ফাতেহি নামটা অপরিচিত নয় কারোর কাছেই। তিনি বলিউডের অন্যতম সুন্দরী অভিনেত্রী। ইতিমধ্যেই বলিউডের একাধিক ছবিতে কাজ করে ফেলেছেন তিনি। হিন্দি ছাড়াও আরো একাধিক ভাষার ছবিতে দেখা মিলেছে অভিনেত্রীর। একজন…

আরও পড়ুন